পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাবরি মসজিদ মামলায় উপস্থিত থাকতে চান, হাসপাতালে কোরোনা আক্রান্ত উমা ভারতী

আজ একটি টুইট করে উমা ভারতী জানান , ’’আমি ঋষিকেশের AIIMS হাসপাতালে ভরতি হয়েছি । এর তিনটি কারণ রয়েছে - (1) হর্ষ বর্ধন (কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী) খুব চিন্তিত । (2) আমার জ্বর গত রাত থেকে বেড়েছে এবং (3) যদি আমি হাসপাতাল থেকে ভালো রিপোর্ট পাই , তবে আমি বিশেষ CBI আদালতে হাজির হতে পারব ৷ ’’

Uma Bharti
Uma Bharti

By

Published : Sep 28, 2020, 3:26 PM IST

দেরাদুন , 28 সেপ্টেম্বর : হাসপাতালে ভরতি হলেন BJP নেত্রী উমা ভারতী ৷ গতকালই টুইট করে কোরোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন নিজেই ৷ আজ তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ আজ একটি পোস্ট করে তাঁর হাসপাতালে ভরতি হওয়ার পিছনে তিনটি কারণের কথাও উল্লেখ করেন ৷ তার মধ্যে একটি হল বাবরি মসজিদ নিয়ে শুনানির সময় তিনি উত্তরপ্রদেশের কোর্ট উপস্থিত থাকতে চান ৷ তাই তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য তিনি হাসপাতালে ভরতি হয়েছেন ৷

বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় 30 সেপ্টেম্বর রায় জানাবে CBI-এর বিশেষ আদালত ৷ প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, BJP নেতা এম এম যোশী, উমা ভারতী এবং বিনয় কাটিয়ার-সহ 32 জন অভিযুক্তকে সেদিন আদালতে হাজির থাকতে বলা হয়েছে ৷

আজ একটি টুইট করে উমা ভারতী জানান , ’’আমি ঋষিকেশের AIIMS হাসপাতালে ভরতি হয়েছি । এর তিনটি কারণ রয়েছে - (1) হর্ষ বর্ধন (কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী) খুব চিন্তিত । (2) আমার জ্বর গত রাত থেকে বেড়েছে এবং (3) যদি আমি হাসপাতাল থেকে ভালো রিপোর্ট পাই , তবে আমি বিশেষ CBI আদালতে হাজির হতে পারব ৷ ’’

প্রসঙ্গত , গতকাল টুইট করে কোরোনা আক্রান্ত হওয়ার খবর জানান উমা ভারতী নিজেই ৷ ঋষিকেশে তিনি হোম কোয়ারানটিনে ছিলেন ৷ আজই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details