পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারত থেকে নাগরিকদের দেশে ফেরাতে 12টি অতিরিক্ত বিমান চালাবে ব্রিটেন - লকডাউন

তাদের দেশের নাগরিকদের ভারত থেকে ফেরাতে পদক্ষেপ ব্রিটেন সরকারের । চলবে একাধিক বিমান ।

ছবি
ছবি

By

Published : Apr 10, 2020, 6:42 PM IST

দিল্লি ও লন্ডন, 10 এপ্রিল : ভারতে আটকে থাকা নাগরিকদের ফিরিয়ে নিয়ে যেতে বাড়তি বিমান চালাবে ব্রিটেন । মুম্বই, গোয়া, দিল্লি থেকে ইতিমধ্যে সাতটি বিমানে দেশের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে তারা । 8 এপ্রিল থেকে চালু হয়ে গেছে সেই প্রক্রিয়া । এবার আরও 12 টি অতিরিক্ত বিমান পাঠাচ্ছে ব্রিটেন । 12 এপ্রিলের মধ্যে সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার ব্রিটেনের নাগরিককে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে ।

প্রথম বিমানটি ইতিমধ্যেই গোয়া থেকে লন্ডনে পৌঁছেছে । গতকাল সকালেই ব্রিটেনের 317 জন নাগরিককে নিয়ে বিমানটি লন্ডনে অবতরণ করে ।

ব্রিটেনের দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ সংক্রান্ত প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ জানিয়েছেন, " ভারতে যাঁরা আটকে গেছেন, তাঁদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে । কাজটি জটিল । ভারত সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে হচ্ছে । বিমানগুলি ধরার জন্য ভারতের মধ্যেও এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে হচ্ছে । প্রায় 1400 মানুষকে ইস্টারের আগেই ফিরিয়ে আনা হবে । বাকি 12টি বিমানে অন্যদের পরের সপ্তাহে ফেরানো হবে ।"

ভারতে ব্রিটেনের কার্যকরী হাই কমিশনার জ্যান থমসন জানিয়েছেন, "যে 12টি অতিরিক্ত বিমান চালানো হবে, তার প্রক্রিয়া ইতিমধ্যেই চালু হয়ে গেছে । নাগরিকদের ঘরে ফেরানোটাই এখন প্রধান লক্ষ্য । ভারত সরকার এই কাজে যেভাবে পাশে দাঁড়িয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ । "

কলকাতা থেকেও দিল্লি হয়ে বিশেষ একটি বিমান রওনা দেবে লন্ডনের উদ্দেশে । 19 এপ্রিল কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবে বিমানটি । এই বিশেষ বিমানের জন্য ব্রিটিশ এয়ারওয়েজ়কে ধন্যবাদ জানিয়েছেন কলকাতায় ব্রিটেনের ডেপুটি হাই কমিশনার নিক লো ।

আগামী দুই সপ্তাহে কোন কোন জায়গা থেকে ছাড়বে লন্ডনগামী বিমান?

  • অমৃতসর থেকে ছাড়বে 13, 17 ও 19 এপ্রিল
  • আহমেদাবাদ থেকে ছাড়বে 13 ও 15 এপ্রিল
  • গোয়া থেকে ছাড়বে 14 ও 16 এপ্রিল
  • গোয়া থেকে মুম্বই হয়ে যাবে 18 এপ্রিল
  • তিরুবনন্তপুরম থেকে কোচি হয়ে যাবে 15 এপ্রিল
  • হায়দরাবাদ থেকে আহমেদাবাদ হয়ে যাবে 17 এপ্রিল
  • কলকাতা থেকে দিল্লি হয়ে যাবে 19 এপ্রিল
  • চেন্নাই থেকে বেঙ্গালুরু হয়ে যাবে 20 এপ্রিল

দেশে এই মুহূর্তে চলছে লকডাউন । বন্ধ রয়েছে পরিবহন ব্যবস্থা । এই পরিস্থিতিতে কীভাবে সংশ্লিষ্ট বিমানবন্দরে পৌঁছাবেন, তা নিয়ে চিন্তায় পড়েছেন অনেকেই । এই পরিস্থিতিতে কাউকে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে ব্রিটেনের হাই কমিশনের তরফে । বলা হয়েছে, হাই কমিশনের আধিকারিকরাই আটকে পড়া ব্রিটেনের নাগরিকদের সঙ্গে যোগাযোগ করবেন । পাশাপাশি এও বলা হয়েছে, ওই ব্যক্তি ভারতের কোন এলাকায় রয়েছেন, এলকাটি কতটা সংক্রমণপ্রবণ, তার উপর নির্ভর করে বিমানের আসনে অগ্রাধিকার দেওয়া হবে । ভারতে আটকে পড়া ব্রিটেনের নাগরিকদের জন্য তিনটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে । নম্বরগুলি হল, দিল্লির জন্য +91 (11) 2419 2100, চেন্নাইয়ের জন্য +91 (44) 42192151, মুম্বই ও গোয়ার জন্য +91 (22) 6650 2222 ।

ABOUT THE AUTHOR

...view details