পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাবাকে দেওয়া কথা রাখলেন উদ্ধব, 20 বছর পর মুখ্যমন্ত্রী পদে শিবসেনা - congress

মহারাষ্ট্রে শিবসেনা- NCP - কংগ্রেস জোট সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন সেনা প্রধান উদ্ধব ।

উদ্ধব

By

Published : Nov 22, 2019, 7:13 PM IST

Updated : Nov 22, 2019, 9:56 PM IST

মুম্বই, 22 নভেম্বর : 20 বছর পর ইতিহাস ফিরল মহারাষ্ট্রে । শিবসেনাই পেল মুখ্যমন্ত্রীর কুর্সি ।

প্রায় মাসখানেকের টালবাহানার পর অবশেষে মরাঠা ভূমে মিলিজুলি সরকারের পথ চলা শুরু হতে চলেছে । শিবসেনাকে সামনে রেখেই NCP - কংগ্রেস জোট আগামী পাঁচ বছর মহারাষ্ট্রে নেতৃত্ব দেবে বলে চূড়ান্ত হল শুক্রবারের সন্ধ্যায় ।

1995 সালের 14 মার্চ, মনোহর যোশীর হাত ধরে শেষবার মুখ্যমন্ত্রিত্বের স্বাদ পেয়েছিল বাল সাহেব ঠাকরের দল । সে সময় BJP-র সঙ্গে জোট করেই সরকার গড়েছিল তারা । 3 বছর 323 দিনের পর যোশী সাম্রাজ্যের পতন অনেকটাই পিছনে ঠেলে দিয়েছিল শিবাসেনাকে । পরের অনেকটা সময়ই মহারাষ্ট্র নিজেদের হাতে রেখেছিল কংগ্রেস । যদিও পরিবর্তন শুরু হয়েছিল 2014 সালে শিবসেনাকে সঙ্গে করে মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির । সবাইকে চমকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল তরুণ দেবেন্দ্র ফড়নবিশকে । নরেন্দ্র মোদি-অমিত শাহ ঘনিষ্ঠ এই তরুণ BJP নেতা অবশ্য তাঁর মেয়াদকালে অজান্তেই কিছু বিরোধী তৈরি করে ফেলেছিলেন । এবারে যার ফল হাতেনাতে ভুগতে হল 2019-এর বিধানসভা নির্বাচনের পর ।

গতবারের থেকে এবার আসন কমে 105 -এ থমকে গেছিল BJP । আর 56 আসন পাওয়া শিবসেনা সুযোগ বুঝে গোঁ ধরেছিল মুখ্যমন্ত্রিত্বের ৷ ঠাকরে পরিবার থেকে প্রথম ভোটে দাঁড়ানো উদ্ধব পুত্র আদিত্যকে মুখ্যমন্ত্রী করার জন্য শুরু হয়েছিল দর কষাকষি । 50 শতাংশ মুখ্যমন্ত্রিত্বের দাবি করে মোদি-শাহদের উপর চার বাড়াতে কুণ্ঠা করেননি উদ্ধবরা । BJP-র দোদুল্যমান মনভাবের সুযোগ নিয়ে কংগ্রেস NCP-র সঙ্গে জোট গড়তেও দু'বার ভাবেনি তারা ।

কিন্তু সমস্যা তৈরি হয়েছিল সোনিয়া গান্ধি ও শরদ পাওয়ারের সংসারে । শিবসেনাকে সমর্থন করলে ভবিষ্যতে বিপদ বাড়তে পারে এমন আশঙ্কা করে ধীরে চলা নীতি নেয় NCP আর কংগ্রেস । শিবসেনার পাশে দাঁড়ালে পরবর্তী সময়ে সমস্যা বাড়তে পারে এই আশঙ্কায় কংগ্রেসের মধ্যে তৈরি হয়েছিল দ্বিমত । দফায় দফায় বৈঠক করে অবশেষে মেলে সমাধান সূত্র । কিন্তু সেখানেও সমস্যা তৈরি হয়েছিল । তরুণ আদিত্য ঠাকরের মুখ্যমন্ত্রিত্বে কাজ করতে অনীহা প্রকাশ করেন NCP ও কংগ্রেসের বেশ কিছু নেতা । বরং তাঁদের কাছে অনেকবেশি গ্রহণযোগ্য উদ্ধব ঠাকরে। একদিকে, মুখ্যমন্ত্রিত্বের সওয়াল, অন্যদিকে, ছেলে আদিত্যকে মুখ্যমন্ত্রী করার চাপ- জোরালো সমস্যার সামনে পড়ে সেনা নেতৃত্ব । অবশেষে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব মেনে নিতে বাধ্য হন উদ্ধব । তাঁকে সামনে রেখে সেনাকে সমর্থন করতে নিজেদের সহমত জানায় কংগ্রেস- NCP । গত সোমবার থেকে চলা ধারাবাহিক বৈঠকের পর অবশেষে আজ সন্ধ্যায় চূড়ান্ত হয়, উদ্ধবকে মুখ্যমন্ত্রী করেই আগামী 5 বছর পথ চলবে সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করা তিন মেরুর জোট ।

জোট প্রাথমিকভাবে চূড়ান্ত হলেও তা কতটা সফল হবে তা নিয়ে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছে রাজনৈতিক মহল । উদাহরণ হিসেবে তারা কর্নাটককে সামনে এনেছেন । যেভাবে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েও 5 বছর ক্ষমতায় থাকতে পারেননি জনতা দল সেকুলারের কুমারস্বামী, এমন কোনও ঘটনা মরাঠাভূমে দেখা যাবে না তো ?

রাজনৈতিকভাবে NCP, কংগ্রেস, শিবসেনা ভিন্ন মেরুতে অবস্থান করলেও আপাতত সহমতে পৌঁছেছে, আগামীকাল রাজ্যপাল ভগৎসিং কোশিয়ারির কাছে সরকার গঠনের আবেদন নিয়ে যাবেন তাঁরা । আজ সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করে তিন দলের জোট । বাল ঠাকরের কথা রেখে মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ধব ঠাকরে ।

Last Updated : Nov 22, 2019, 9:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details