পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শোপিয়ানে নিকেশ 4 জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র - indian security forces

নিরাপত্তা বাহিনীর অভিযানে নিকেশ 4 জঙ্গি । এখনও গুলির লড়াই চলছে ।

নিরাপত্তা বাহিনী

By

Published : Jun 23, 2019, 8:18 AM IST

Updated : Jun 23, 2019, 1:51 PM IST

শোপিয়ান, 23 জুন : শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ 4 জঙ্গি। আজ সকাল থেকে জঙ্গি দমন করতে দক্ষিণ কাশ্মীরের কীগম এর দারামদোরায় অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী । অভিযানের সময় লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর জওয়ানদের দিকে গুলি চালায়, পাল্টা জবাব দেয় বাহিনী । নিরাপত্তা বাহিনীর অভিযানে নিকেশ হয় চার জঙ্গি । উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র । এখনও গুলির লড়াই চলছে ।

নিরাপত্তা বাহিনীর টহল
জঙ্গি দমন অভিযানে নিরাপত্তা বাহিনী
নিরাপত্তা বাহিনীর নিশানায় জঙ্গি

কাশ্মীর পুলিসের পক্ষ থেকে জানান হয়েছে, আগেই তাদের খাছে খবর ছিল দামরামদোরায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে । সেই মত আজ সকালে সেনা জওয়ান, কাশ্মীর পুলিশের যৌথ অভিযান চালায়। সেই সময় জঙ্গিরা গুলি ছুড়তে থাকে । উল্টো দিরে পাল্টা আঘাত হানে জওয়ানরা। এখনও পর্যন্ত 4 জঙ্গিকে নিকেষ করা হয়েছে । উদ্ধার হয়েছে প্রচুর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ।

ভিডিয়োয় দেখুন নিরাপত্তা বাহিনী অভিযান


সম্প্রতি কাশ্মীরে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। এর মধ্যে চিনের তৈরি বিশেষ বুলেটও ছিল । চলতি মাসেই জঙ্গি হানায় কাশ্মীরে প্রান হারিয়েছে 9 জন সিকিউরিটি পারসোনেল । জঙ্গিরা তৎপরতা বাড়াতেই চাপ বাড়িতে শুরু করেছে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশ ।

Last Updated : Jun 23, 2019, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details