সোপিয়ান (জম্মু ও কাশ্মীর ), 22 এপ্রিল : দুই জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। আজ সকালে সোপিয়ানের মালহুরা এলাকায় হামলা চালায় জঙ্গিরা। জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় তারা। পালটা জবাব দেয় ভারতীয় সেনা।
সোপিয়ানে নিকেশ 2 জঙ্গি, চলছে গুলির লড়াই - কাশ্মীরের সোফিয়ানে নিকেশ 2 জঙ্গি
কাশ্মীর জ়োন পুলিশের তরফে জানানো হয়েছে, সোপিয়ানে এনকাউন্টার শুরু হয়েছে । পুলিশ এবং সেনাবাহিনী তাদের কাজ করছে । এখনও অপারেশন চলছে । নিকেশ দুই জঙ্গি ।
সোফিয়ান
কাশ্মীর জ়োন পুলিশের তরফে জানানো হয়েছে, সোপিয়ানে এনকাউন্টার শুরু হয়েছে । পুলিশ এবং সেনাবাহিনী তাদের কাজ করছে । এখনও অপারেশন চলছে ।
কোরোনা সংক্রমণের এই পরিস্থিতিতেও শান্তি ফেরেনি উপত্যকায় । এর আগে 4 এপ্রিল কুলগামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছিল 2 জঙ্গি । 13 এপ্রিল জঙ্গি হামলায় শহিদ হন 3 জন CRPF জওয়ান ৷ জখম হয়েছিলেন আরও দুই জওয়ান ৷