শ্রীনগর , 10 অক্টোবর : কুলগামে এনকাউন্টারে খতম দুই জঙ্গি । গতকাল রাতে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় চিনগাম এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয় । আজ ভোরবেলা এনকাউন্টারে দুই অজ্ঞাত পরিচয় জঙ্গিকে খতম করে নিরাপত্তাবাহিনী । কুলগামের চিনগাম এলাকায় গুলির লড়াই জারি রয়েছে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ ।
কুলগামে নিকেশ 2 জঙ্গি - Chingum encounter
জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে , কুলগাম জেলায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে গতকাল রাতে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী । এরপরই দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় ।
কুলগামে এনকাউন্টারে খতম 2 জঙ্গি
জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে , কুলগাম জেলায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে গতকাল রাতে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী । এরপরই দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় ।
7 অক্টোবর দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে তিন জঙ্গি খতম হয়েছিল । অন্যদিকে , 27 সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় এনকাউন্টারে খতম হয় দুই জঙ্গি ।