শ্রীনগর, 25 জানুয়ারি : জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরায় খতম 2 জঙ্গি । আজ সকাল থেকে এই দুই জঙ্গির উপর নজর রেখেছিল নিরাপত্তারক্ষী ও পুলিশ ৷ দুপুরের দিকে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় পুলিশের । কিছুক্ষণ আগে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাশ্মীর জ়োন পুলিশ ।
অবন্তীপোরায় খতম 2 জঙ্গি - শ্রীনগর
সকাল থেকেই নিরাপত্তারক্ষী ও পুলিশের নজরদারিতে ছিল ২ জঙ্গি । পরে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে কাশ্মীর পুলিশ ।
ছবিটি প্রতীকী
পুলিশের দাবি, অবন্তীপোরার ওই এলাকাতেই জইশ-ই-মহম্মদের একজন ও আরও দুই জঙ্গি আটকে রয়েছে । তাদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে ৷ তবে সেই জঙ্গিদের পরিচয় জানায়নি পুলিশ ৷
আজ সকালে জম্মু ও কাশ্মীর পুলিশকে সঙ্গে নিয়ে অবন্তীপোরায় অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা । চারদিক থেকে ঘিরে ফেলা হয় এলাকা ৷ সেখানে দুই জঙ্গি আটকে পড়ে ৷ তারা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ৷ পালটা গুলি চালায় নিরাপত্তারক্ষীরা ৷ তাতে দু'জন মারা পড়ে ।