শোপিয়ান, 12 মে : শোপিয়ানে দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী । মৃতদেহের কাছ থেকে প্রচুর গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী । এখনও জঙ্গিদের লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে । মৃতদের পরিচয় এখনও জানা যায়নি ।
শোপিয়ানে নিকেশ 2 জঙ্গি - shopian
গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি । ঘটনাটি শোপিয়ানের হিন্দ সিতা পোরা এলাকার । মৃতদেহের কাছ থেকে প্রচুর গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ।
সোপিয়ানে নিকেশ 2 জঙ্গি
গোপন সূত্রে খবর পেয়ে, আজ ভোরে শোপিয়ানের হিন্দ সিতা পোরা এলাকায় তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী । সেই সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা । জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। গুলির লড়াই শুরু হয় দু'পক্ষের মধ্যে । লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি । উদ্ধার হয়েছে অনেক অস্ত্রশস্ত্র ।
Last Updated : May 12, 2019, 4:03 PM IST