পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দুই পাকিস্তানি অনুপ্রবেশকারীকে নিকেশ করল BSF - ভারত-পাক সীমান্তে সেনার গুলিতে মৃত্যু

রাজস্থানের শ্রী গঙ্গানগরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে দুই পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটকায় BSF জওয়ানরা । সংঘর্ষে ওই দুইজন নিকেশ হয় ।

rajasthan
rajasthan

By

Published : Sep 9, 2020, 2:30 PM IST

জয়পুর, 9 সেপ্টেম্বর : দুই পাকিস্তানি অনুপ্রবেশকারীকে নিকেশ করল সীমান্তরক্ষী বাহিনী। রাজস্থানের শ্রী গঙ্গানগরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে গতরাতে ও আজ সকালে ওই দুইজন অনুপ্রবেশের চেষ্টা করেছিল ।

BSF জওয়ানরা লক্ষ্য করেন, ওই সীমান্ত দিয়ে দুইজন পাকিস্তানি ভারতে ঢোকার চেষ্টা করছে । তাদের সতর্ক করেন সীমান্তরক্ষীরা । কিন্তু তারা সে কথা শোনেনি এবং ভারতের সীমায় ঢোকার চেষ্টা করে । সেই সময় গুলি চালাতে বাধ্য হন জওয়ানরা । তাদের কাছ থেকে পাকিস্তানি টাকা এবং কিছু অস্ত্র উদ্ধার হয়েছে বলে সেনার তরফে জানানো হয়েছে ।

এই প্রথম নয়, এর আগেও সীমান্তরক্ষী বাহিনী এইরকম অনুপ্রবেশ রুখে দিয়েছে । 29 অগাস্ট কাশ্মীরে রাজৌরি জেলায় দুইজন পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করা হয় । সেনার সঙ্গে সংঘর্ষে একজন আহত হয় ।

ABOUT THE AUTHOR

...view details