পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে গান পয়েন্টে রেখে দুই বোনকে গণধর্ষণ - yogi

মায়ের কাছে যাওয়ার সময় গান পয়েন্টে রেখে দুই বোনকে গণধর্ষণ করে চার ব্যক্তি । মুজ়াফ্ফরনগরের কাসেরওয়া গ্রামের ঘটনা ।

প্রতীকী ছবি

By

Published : Jun 13, 2019, 1:56 PM IST

মুজ়াফ্ফরনগর, 13 জুন : গান পয়েন্টে রেখে দুই বোনকে গণধর্ষণ । ঘটনাটি মুজ়াফ্ফরনগরের কাসেরওয়া গ্রামের । অভিযুক্ত চার ব্যক্তির খোঁজে চলছে তল্লাশি ।

পুলিশের কাছে অভিযোগে ওই দুই বোন জানিয়েছে, মঙ্গলবার সন্ধে নাগাদ তারা মায়ের কাছে যাচ্ছিল । তখনই রাস্তা আটকায় অভিযুক্তরা । গান পয়েন্টে রেখে তাদের গণধর্ষণ করে । চিৎকার করলে বা ঘটনার কথা প্রকাশ্যে আনলে গুলি চালানোর ভয় দেখায় ।

মুজ়াফ্ফরনগর (গ্রামীণ) পুলিশ সুপার অলোক শর্মা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

সম্প্রতি, উত্তরপ্রদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের ধর্ষণের অভিযোগ সামনে এসেছে । এই ধরনের ঘটনা রুখতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গ্রামীণ এলাকাগুলোয় পুলিশি টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details