পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নয়ডায় কোরোনা আতঙ্ক, বন্ধ 2 স্কুল - corona virus scare

দিল্লি, রাজস্থান ও তেলাঙ্গানায় কয়েকজনের মধ্যে COVID-19 এর সন্ধান পাওয়া গিয়েছে । কোরোনা নিয়ে মানুষজন যাতে ভয় না পান ইতিমধ্যে টুইটে সেই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ।

ছবি
ছবি

By

Published : Mar 3, 2020, 7:54 PM IST

দিল্লি, 3 মার্চ : পরিচিতের জন্মদিনের পার্টিতে সপরিবারে গিয়েছিলেন তারা । প্রতিদিনের মতো পরের দিন সকালে স্কুলে দিয়ে এসেছিলেন ছেলে-মেয়েকেও । কিন্তু ছেলে-মেয়ে স্কুলে যাওয়ার পরই ঘটনায় নয়া মোড় । জানা যায়, যিনি জন্মদিনের পার্টি দিয়েছিলেন তিনি কোরোনা আক্রান্ত । দ্রুত খবর ছড়ায় । বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ওই ছেলে-মেয়েগুলিকে । আপাতত কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছে নয়ডার ওই স্কুল ।

ইতিমধ্যেই পুরো স্কুল বিল্ডিং পরিষ্কার করার কাজ শুরু হয়েছে । ওই জন্মদিনের পার্টিতে যে পাঁচটি পরিবার গিয়েছিল তাদের রক্তের নুমনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । পুরো ঘটনা খতিয়ে দেখতে সকাল 11টা 45মিনিট নাগাদ মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনুরাগ ভার্গবের নেতৃত্বে একটি দল পৌঁছায় ঘটনাস্থানে ।

নয়ডার প্রথম স্কুলটিতে পরীক্ষা বন্ধ রাখা হয়েছে । এই স্কুলে এক ছাত্রের বাবার শরীরে COVID-19 এর সন্ধান পাওয়া গিয়েছে । স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, 4 মার্চ-6মার্চ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল । পুরো স্কুল বিল্ডিং ও স্কুল বাস পরিষ্কার করা চলছে । পাশাপাশি যদি কোনও পড়ুয়ার মধ্যে কোনওরকমের উপসর্গ দেখা যায় তাহলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় । কোরোনা আতঙ্কে দিল্লির দ্বিতীয় স্কুলটিও 9 মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে । স্কুল বিল্ডিংকে পুরোপুরি পরিষ্কার করার কাজ শুরু হয়েছে । পড়ুয়াদের অভিভাবকদের আগাম সতর্কতা নিতে বলা হয়েছে ।

কোরোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি যে পাঁচটি পরিবার গিয়েছিল, সেই পরিবারের সদস্যেদের সফদরগঞ্জ হাসাপাতালে ভরতি করা হয়েছে । তাদের মধ্যে কয়েকজনের মধ্যে অল্পবিস্তর উপসর্গ দেখা গিয়েছে । ওই পরিবারগুলির কয়েকজন আত্মীয়কেও পৃথকভাবে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details