পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শোপিয়ানে খতম 2 জঙ্গি - জম্মু কাশ্মির

রাতভর অভিযানে জম্মু- কাশ্মীরে সেনার গুলিতে নিকেশ 2 জঙ্গি ।

ছবি
ছবি

By

Published : Apr 29, 2020, 12:14 PM IST

শ্রীনগর, 29 এপ্রিল : দুই জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। রাতভর অভিযান চালিয়ে তাদের নিকেশ করা হয়। জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার ঘটনা ।

গতকাল অভিযান চলাকালীন জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় । পালটা জবাব দেয় ভারতীয় সেনা। উভয়পক্ষের গুলির লড়াই শুরু হয় । মালহোরার জৈনপোড়া এলাকায় গুলি চালিয়ে এক জঙ্গিকে নিকেশ করে সেনা। আজ সকালে খতম হয় আরও একজন । বর্তমানে এলাকায় তল্লাশি জারি রয়েছে ।

গোটা বিশ্ব কোরোনার আতঙ্কে কাঁপছে। কার্যত সবকিছুই বন্ধ। দেখা দিয়েছে অস্তিত্ব সংকটে। এরকম পরিস্থিতিতেও উপত্যকায় অশান্তির জারি রয়েছে। প্রায়দিনই জঙ্গি হামলার খবর সামনে আসছে।

ABOUT THE AUTHOR

...view details