পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আয়কর প্রদানে দুই রকম কাঠামো, নজিরবিহীন প্রস্তাব বাজেটে - বাজেট ২০২০

বাজেট পেশ করে অর্থমন্ত্রী জানান, আয়কর দাতারা পুরনো ও নতুন যে কোনও কাঠামো বেছে নিতে পারেন ৷  যাঁরা করছাড়ের সুবিধা নিতে চান, তাঁদের পুরানো পদ্ধতিতে কর দিতে হবে । যাঁরা সেই সুবিধা নিতে চান না, তাঁদের নতুন কাঠামোয় কর দিতে হবে ৷

nirmala
nirmala

By

Published : Feb 1, 2020, 7:55 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : এবার বাজেটে দ্বিমুখী কর কাঠামোর প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ নতুন কর কাঠামোয় করছাড়ের সুবিধাগুলি তুলে নেওয়া হয়েছে । তবে গত অর্থবর্ষের বাজেটে ঘোষিত কর কাঠামো অনুসারে কেউ আয়কর দিলে তিনি করছাড়ের একাধিক সুবিধা পাবেন ৷ নতুন কর কাঠামোর উদ্দেশ্য হল করছাড়ের সুবিধা তুলে দিয়ে কম আয়কর দেওয়ার ব্যবস্থা চালু করা । বাজেট পেশের পর আজ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একথা জানান ।

অর্থমন্ত্রী বলেন, "আয়কর দাতারা কর প্রদানের জন্য পুরনো ও নতুন যে কোনও কাঠামো বেছে নিতে পারেন ৷ যাঁরা করছাড়ের সুবিধা নিতে চান, তাঁদের পুরানো পদ্ধতিতে কর দিতে হবে । যাঁরা সেই সুবিধা নিতে চান না, তাঁদের নতুন কাঠামোয় কর দিতে হবে ৷ "

এবার বাজেটে বাৎসরিক আয়ের উপর করছাড়ের যে একাধিক স্ল্যাব ঘোষণা করা হয়েছে সেগুলি হল :

  • 2.5 - 5 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 5 শতাংশ কর
  • 5 - 7.5 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 10 শতাংশ কর (পুরোনো কর কাঠামোয় যা 20 শতাংশ ছিল)
  • 7.5 - 10 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 15 শতাংশ কর (পুরোনো কর কাঠামোয় যা 20 শতাংশ ছিল)
  • 10 - 12.5 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 20 শতাংশ কর (পুরোনো কর কাঠামোয় যা 30 শতাংশ ছিল)
  • 12.5 - 15 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কর 25 শতাংশ (পুরোনো কর কাঠামোয় যা 30 শতাংশ ছিল)
  • 15 লাখ টাকার উপর আয়ের উপর 30 শতাংশ কর

ABOUT THE AUTHOR

...view details