লখনউ, 18 অগাস্ট : প্রেমিকাকে পেতে হলে শর্ত বেঁধে দিয়েছিল গ্রাম পঞ্চায়েত ৷ বলেছিল 71 টা ভেড়া দিলেই মিলবে 'বিবাহিত' প্রেমিকাকে ৷ সেই নির্দেশ মতো 71 টি ভেড়া দিয়েও ছিলেন ৷ কিন্তু তখনই পথের কাঁটা হন সেই প্রেমিকের বাবা ৷ তাঁর দাবি, ফেরত দিতে হবে 71 টি প্রাণিকে ৷ রীতিমতো নিজের দাবি মেটাতে পুলিশের দ্বারস্থ হন তিনি ৷ আর সব দেখে শুনে পুলিশ বলছে, সব পক্ষের সঙ্গে কথা বলে সুষ্ঠু সমাধানের চেষ্টা করছেন তারা ৷
ঘটনাটি গোরক্ষপুরের একটি ছোটো গ্রামের ৷ রাম নরেশ নামে এক যুবকের সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্ক ছিল এক মহিলার ৷ বিবাহিত ওই মহিলার স্বামী বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতের কাছে অভিযোগ জানান ৷ ঘটা করে সভা বসায় পঞ্চায়েত ৷ রামের কাছে পুরো বিষয়টি জানতে চাওয়া হয় ৷ প্রেমের কথা স্বীকার করে ওই যুবক ৷ এবং সে জানায় ভালোবাসার পাত্রীকে সে হাতছাড়া করতে চান না ৷ তখনই তার উপর শর্ত দেয় পঞ্চায়েত ৷ নির্দেশ দেওয়া হয় প্রেমিকাকে পেতে গেলে 71 টি ভেড়া দিতে হবে ওই মহিলার স্বামীকে ৷
যেমন নির্দেশ, তেমন কাজ ৷ গুনে গুনে 71 টি ভেড়া মহিলার স্বামীকে দেয় নরেশ ৷ নরেশদের পরিবারের 142 টি ভেড়া থেকে 71 টি অর্থাৎ অর্ধেক ভেড়া প্রদান করা হয় ৷ গত 22 জুলাই অর্ধেক ভেড়ার বিনিময়ে মনের মানুষকে নিজের সঙ্গে রাখার ব্যবস্থা পাকা করেন রাম ৷