দিল্লি, 30 অগাস্ট : নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন খালিস্তান জ়িন্দাবাদ ফোর্সের সদস্য সন্দেহে দিল্লিতে দু'জনকে গ্রেপ্তার করা হল । আজ তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল । ধৃতদের নাম ইন্দরজিৎ গিল ও জসপাল সিং ।
দিল্লিতে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার - সন্ত্রাসবাদী সংগঠন
15 অগাস্ট স্বাধীনতা দিবসে পঞ্জাবের মোগায় জেলাশাসকের কার্যালয়ে খালিস্তান জ়িন্দাবাদ বাহিনীর পতাকা তোলে এই দুই সন্দেহভাজন । শুধু তাই নয়, প্রাঙ্গণে দেশের জাতীয় পতাকার অবমাননা করা হয় বলেও তাদের বিরুদ্ধে অভিযোগ ।
Delhi Police
এক পুলিশ কর্তা জানান, 15 অগাস্ট স্বাধীনতা দিবসে পঞ্জাবের মোগায় জেলাশাসকের কার্যালয়ে খালিস্তান জ়িন্দাবাদ বাহিনীর পতাকা তোলে এই দুই সন্দেহভাজন । শুধু তাই নয়, প্রাঙ্গণে দেশের জাতীয় পতাকার অবমাননা করা হয় বলেও তাদের বিরুদ্ধে অভিযোগ ।
এরপরই পুলিশ খোঁজ শুরু করে । আজ দিল্লিতে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল । পুলিশ জানিয়েছে, ধৃতদের নিষিদ্ধ চ্যানেল ‘শিখ ফর জাস্টিস’-এর সঙ্গেও যোগ রয়েছে ।