পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মানবতা বাঁচাতে ভারতের তৈরি দুটি কোভিড ভ্যাকসিন প্রস্তুত : মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার উদ্বোধন করলেন প্রবাসী ভারতীয় সম্মেলনের। চিকিৎসা ক্ষেত্রে ভারত আজ ঠিক কতটা এগিয়ে গিয়েছে, সেই কথাই এদিন তিনি ওই সম্মেলনে ভার্চুয়াল বক্তৃতা দেওয়ার সময় শোনালেন। "মানবতা বাঁচাতে" ভারত নিজেই দুটি ভ্যাকসিন তৈরি করে ফেলেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।

By

Published : Jan 9, 2021, 12:27 PM IST

Two Made-In-India Covid Vaccines Ready To Save Humanity, said modi
মানবতা বাঁচাতে ভারতেই তৈরি দুটি কোভিড ভ্যাকসিন প্রস্তুত : মোদি

দিল্লি, 9 জানুয়ারি : চিকিৎসা ক্ষেত্রে ভারত আজ ঠিক কতটা এগিয়ে গিয়েছে, সেই কথাই শুক্রবার শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, এতদিন পর্যন্ত ভারতকে বাইরে থেকে চিকিৎসা সরঞ্জাম আমদানি করতে হত। আর "মানবতা বাঁচাতে" ভারত নিজেই দুটি ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। পাশাপাশি দেশ এখন আরও অনেক ক্ষেত্রে উন্নতি করেছে বলে তিনি এদিন জানিয়েছেন।

এদিন ষোড়শ প্রবাসী ভারতীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি তিনি ওই সম্মেলনের সঙ্গে এদিন সংযুক্ত হন। উদ্বোধনের পর তিনি বলেন, "ভারত পিপিই কিট, মাস্ক ও টেস্টিং কিট বিদেশ থেকে আমদানি করত। কিন্তু এখন আমাদের দেশ আত্ম-নির্ভর। আজ ভারত দু'টি 'মেড-ইন-ইন্ডিয়া' ভ্যাকসিন নিয়ে মানবতাকে বাঁচানোর জন্য প্রস্তুত হয়েছে।"

প্রবাসী ভারতী সম্মেলন প্রতিবার আয়োজন করে বিদেশমন্ত্রক। বিদেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে মেলবন্ধন ঘটানোর জন্যই এই সম্মেলনের আয়োজন করা হয় প্রতি বছর। সেখানে এদিন বক্তৃতা করতে গিয়ে প্রধানমন্ত্রী ভারতে গরিবদের জীবনযাত্রার মান উন্নত করতে ঠিক কী কী কাজ করা হচ্ছে সেই বিষয়টিও তুলে ধরেন। তাঁর দাবি, এই কর্মসূচিগুলি নিয়ে এখন সারা বিশ্বে আলোচনা চলছে।

আরও পড়ুন:"আইন প্রত্যাহার হলেই ঘরে ফিরব", অনড় আন্দোলনকারী কৃষকরা

সারা বিশ্বজুড়ে প্রবাসী ভারতীয়রা যে ভাবে কোরোনা পরিস্থিতির মধ্যেও নিজেদের দায়িত্ব পালন করেছেন, তারও ভূয়সী প্রংশসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, "এটাই আমাদের ঐতিহ্য। এটাই আমাদের মাটির সংস্কৃতি। ভারতীয়দের প্রতি সারা বিশ্বের এই বিশ্বাস সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বকেই শক্তিশালী করেছে।"

ABOUT THE AUTHOR

...view details