পুলওয়ামা, 11 জানুয়ারি : রাষ্ট্রীয় রাইফেল ও আধাসেনার জওয়ানদের সঙ্গে যৌথ অভিযানে জইশ-ই-মহম্মদের দুই সদস্যকে গ্রেপ্তার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। পুলওয়ামা জেলার অবন্তীপোরা থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা সীমান্তের ওপার থেকে আসা জঙ্গিদের আস্তানা দিত। এমনকী জঙ্গিদের খাওয়াদাওয়া এবং অস্ত্র নিয়ে আসতে সাহায্য করত।
অবন্তীপোরা থেকে গ্রেপ্তার 2 জইশ জঙ্গি
আজ জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত জঙ্গিদের মধ্যে একজন গাধিখাল চেরসুর বাসিন্দা। তার নাম শেহজান গুলজার বেইঘ এবং আরেক জঙ্গি ওয়াসিম উল রেহমান শেখ। সে অবন্তীপোরা মিদুরার বাসিন্দা।
আওয়ান্তিপোরা থেকে গ্রেপ্তার 2 জইশ জঙ্গি
আজ জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত জঙ্গিদের মধ্যে একজন গাধিখাল চেরসুর বাসিন্দা। তার নাম শেহজান গুলজার বেইঘ এবং আরেক জঙ্গি ওয়াসিম উল রেহমান শেখ। সে অবন্তীপোরার মিদুরার বাসিন্দা। ধৃত জঙ্গিদের কাছ থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রচারের সামগ্রী উদ্ধার হয়েছে। পাশাপাশি বেশ কিছু বিস্ফোরক উদ্ধার হয়।
পুলিশ আরও জানিয়েছে, এদের পাকিস্তানের সন্ত্রাসবাদীদের কমান্ডারের সঙ্গে যোগাযোগ ছিল। এমনকী এদের মধ্যে একজন পাকিস্তানে গিয়েছিল।