পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় মৃত দুই ভারতীয় - mosque shootings

ক্রাইস্টচার্চের মসজিদে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হল দুই ভারতীয়র।

ফারাজ় আহসান ও মহম্মদ ইমরান খান

By

Published : Mar 16, 2019, 11:56 PM IST


হায়দরাবাদ, ১৬ মার্চ : ক্রাইস্টচার্চের মসজিদে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হল দুই ভারতীয়র। তাঁদের নাম ফারাজ় আহসান (৩০) ও মহম্মদ ইমরান খান (৪৭)। দু'জনেই তেলাঙ্গানার বাসিন্দা।

প্রসঙ্গত, গতকাল সকালে নিউজ়িল্যান্ডের দুটি মসজিদে নমাজ পড়ার সময় গুলি চালায় দুষ্কৃতীরা। মৃত্যু হয় ৪৯ জনের। গুরুতর জখম হন ২০ জন। তাঁদের ক্রাইস্টচার্চ হাসপাতালে ভরতি করা হয়েছে। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্রাইস্টচার্চের সমস্ত স্কুল বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন। জানা গেছে, ঘটনার সময় মসজিদে ৩০০-র বেশি লোক ছিল। ওই এলাকায় আরও সন্দেহভাজন লুকিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন ক্রাইস্টচার্চের পুলিশ কমিশনার মাইক বুশ।

নিউজ়িল্যান্ড প্রশাসন সূত্রে খবর, ফারাজ় আহসান ক্রাইস্টচার্চের একটি বেসরকারি কম্পানির সফটওয়ার ইঞ্জিনিয়র ছিলেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান আছে। ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। হামলার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবারের সদস্যরা সংবাদসংস্থাকে বলেন, "আমরা আশঙ্কা করেছিলাম ঘটনায় মৃত্যু হয়েছে ফারাজ়ের। কিন্তু নিউজ়িল্যন্ডের সরকারের ঘোষণার অপেক্ষায় ছিলাম।"

আন্তর্জাতিক রেড ক্রস ওয়েবসাইটে ওই হামলার পর নিখোঁজ ব্যক্তিদের যে তালিকা দেওয়া হয়, সেখানে ফারাজ়ের নাম ছিল। অপরদিকে, মহম্মদ ইমরান খান তাঁর পরিবারের সঙ্গে ক্রাইস্টচার্চ থাকত। সেখানে তাঁর নিজস্ব একটা রেস্তরাঁ আছে। অন্যদিকে, হায়দরাবাদের বাসিন্দা আহম্মদ ইকবাল নামে এক ভারতীয় এই হামলায় জখম হন। তিনি ক্রাইস্টচার্চের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে বর্তমানে তিনি বিপন্মুক্ত বলে জানিয়েছে সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষ।

ABOUT THE AUTHOR

...view details