পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংসদ চত্বরে ধরনা চলবে, জানিয়ে দিলেন বিক্ষোভরত সাংসদরা - গান্ধি মূর্তির পাদদেশে ধরনা

রাতভর চলল ধরনা । উঠল স্লোগান। চলল গান । সংসদ চত্বরে কার্যত একজোট হতে দেখা গেল বিরোধীদের । সকালে বিক্ষোভরত সাংসদদের জন্য চা নিয়ে আসেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ।

সারারাত ধরনা বিরোধীদের
Farm bill protest

By

Published : Sep 22, 2020, 7:26 AM IST

Updated : Sep 22, 2020, 8:50 AM IST

দিল্লি , 22 সেপ্টেম্বর : কৃষি বিল নিয়ে বিক্ষোভ দেখানোয় গতকালই আট সাসংদকে সাসপেন্ড করেছেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু । আর এরপরই গান্ধিমূর্তির পাদদেশে ধরনায় বসেন তাঁরা ৷ সেখানে যোগ দেন অধীর চৌধুরি, দিগ্বিজয় সিং, সুপ্রিয়া সুলে, হিবি ইডেন সহ অন্য কয়েকজনও । সারারাত ধরে এই ধরনা চলে ৷ কার্যত একজোট হতে দেখা যায় বিরোধী দলগুলিকে । আজ সকালে কংগ্রেস সাংসদ বিপুন ভোরা জানিয়ে দেন, তাঁদের এই ধরনা চলবে ।

গতকাল সাসপেন্ড হওয়ার পর প্রথমে সংসদকক্ষ ছাড়তে চাননি আট সাংসদ । বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । পরে গান্ধিমূর্তির পাদদেশে এসে জড়ো হন । সেখানেই ধরনায় বসেন । রাতভর সেখানে অবস্থানে বসবেন বলে সিদ্ধান্ত নেন তাঁরা । ধীরে ধীরে খাবার, বালিশ, বিছানার ব্যবস্থা করা হয় ৷ ব্যবস্থা করা হয় দু'টি পাখার । আসে ইডলি, চা , সোডার বোতল । সারারাত ধরে চলে গান ৷ দেখতে দেখতে সংসদ চত্বর শাসক বিরোধী আন্দোলনের মঞ্চে পরিণত হয় ৷

সাংসদদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেই দিকটা নিশ্চিত করা হয়েছিল ৷ একজন সাংসদ বলেন , ’’কোনও কারণে যদি জরুরি পরিস্থিতি তৈরি হয় তার জন্য অনেকে এসে আমাদের অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের ফোন নম্বর দিয়ে গিয়েছিল ৷ ’’

এই প্রতিবাদ-বিক্ষোভ কখন শেষ হবে এই বিষয়ে জানতে চাইলে AAP নেতা সঞ্জয় সিং বলেন , তাদের সাসপেনশন প্রত্যাহার করার উপর তা নির্ভর করছে । আর আজ সকালে বিক্ষোভরত সাংসদদের জন্য চা নিয়ে আসেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ।

কংগ্রেস সাংসদ বিপুন বোরা বলেন, "সরকারের তরফে কেউ আমাদের খোঁজ নেননি। বিরোধীদের অনেকেই খোঁজ নিয়েছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন । আমরা এই ধরনা চালিয়ে যাব।"

রবিবার কৃষি বিলের বিরোধিতায় রাজ্যসভায় সরব হয় বিরোধীরা ৷ ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং-এর উপস্থিতিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান কয়েকজন সাংসদ । তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, AAP সাংসদ সঞ্জয় সিং, কংগ্রেস সাংসদ রিপুন বোরা ডেপুটি চেয়ারম্যানের মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে । এমনকী ডেরেক ও'ব্রায়েনের বিরুদ্ধে রাজ্যসভার রুলবুক ছিঁড়ে দেওয়ার অভিযোগ তোলা হয় । এর জেরে গতকাল মোট আট সাংসদকে সাতদিনের জন্য সাসপেন্ড করেন চেয়ারম্যান ৷ সাতদিনের জন্য যেসব সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তাঁরা হলেন- তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, CPI(M)-র কে কে রাগেশ ও এলামারান করিম, আম আদমি পার্টির সঞ্জয় সিং, কংগ্রেসের রাজু সাতাব, সইদ নাজির হুসেন ও রিপুন বোরা ৷

Last Updated : Sep 22, 2020, 8:50 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details