তেলেঙ্গানা, 14 অক্টোবর : বাস ধর্মঘটে সামিল তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থার (TSRTC) 48 হাজার বাস কর্মীকে কোনও পরিস্থিতিতেই কাজে ফেরত নেওয়া হবে না । এমনটাই জানিয়েছিলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও । এরপরেই জটিল হয়ে ওঠে পরিস্থিতি । গতকালই শ্রীনিবাস রেড্ডি নামে এক কর্মীর মৃত্যুর খবর আসে৷ আত্মহত্যা করেছিলেন তিনি ৷ এরপরই আত্মহত্যা করলেন বি সুরেন্দর গৌর নামে অপর এক বাসচালক ।
শনিবার TSRTC-র খাম্মাম বাসডিপোর বাস চালক শ্রীনিবাস রেড্ডি নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন । এই ঘটনায় তাঁর শরীরের 90 শতাংশ ক্ষতি হয় । গতকাল সকালে হায়দরাবাদের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় । শ্রীনিবাসের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর গতকাল রাতেই নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বি সুরেন্দর গৌর । তিনি তেলাঙ্গানার রানিগঞ্জ বাস ডিপোর চালক ছিলেন ।