পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চার রাজ্যে শুরু কোরোনা টিকার ড্রাই রান - কোরোনা টিকা

টিকা সংরক্ষণ থেকে পরিবহন, সবকিছুই পরীক্ষা করে দেখা হবে ।

Vaccine
Vaccine

By

Published : Dec 28, 2020, 12:56 PM IST

দিল্লি, 28 ডিসেম্বর : দেশের চার রাজ্যে শুরু হল কোরোনা টিকার ড্রাই রান । শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশ, অসম, গুজরাত ও পঞ্জাবে । দুদিন ধরে চলবে এই কর্মসূচি । যার মাধ্যমে দেখে নেওয়া হবে টিকাকরণের জন্য দেশ কতটা প্রস্তুত ।

এই ড্রাই রানের মাধ্যমে টিকা মজুতের কোল্ড স্টোরেজ পরীক্ষা, সেখান থেকে টিকা নিয়ে যাওয়া, চিকিৎসাকর্মী ও টিকা গ্রহীতাদের টিকাকরণ কেন্দ্রে পৌঁছানো সহ বিভিন্ন বিষয়গুলির মহড়া হবে । ড্রাই রানের জন্য চারটি রাজ্যের বেশ কয়েকটি জেলা বেছে নেওয়া হয়েছে । অসমের সোনিতপুর, নলবাড়ি জেলা, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা, পঞ্জাবের লুধিয়ানাতে চলছে পরীক্ষা ।

মোট 2 হাজার 360টি ট্রেনিং সেশন রাখা হয়েছে । যেখানে সাত হাজার আধিকারিককে প্রশিক্ষণ দেওয়া হবে । এর মধ্যে মেডিকেল অফিসাররাও রয়েছেন । প্রতিটি রাজ্য স্টেট টাস্কফোর্সের জন্য ড্রাই রানের রিপোর্ট তৈরি করবে । পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রকের কাছেও রিপোর্ট পাঠাতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details