পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মঙ্গলবার ফাঁসি , তার আগে ফের আদালতে নির্ভয়ার 2 দোষী - ফাঁসি মঙ্গলবার

একদিকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন, অন্যদিকে সাজা কমানোর আবেদন । এই দুইকে হাতিয়ার করেই ফের আদালতের দ্বারস্থ নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় সাজাপ্রাপ্ত দুই দোষী ।

Nirbhaya
পবন কুমার ও অক্ষয় ঠাকুর

By

Published : Mar 1, 2020, 2:38 AM IST

নিউ দিল্লি, 1 মার্চ : একের পর এক পিটিশনে পিছিয়েছে নির্ভয়া মামলায় অভিযুক্তদের ফাঁসির দিন । দিল্লি আদালতের নির্দেশে শেষমেষ 3 মার্চ, মঙ্গলবার ফাঁসি হওয়ার কথা নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় সাজাপ্রাপ্ত চার দোষীর । তার আগে ফের একবার আদালতের দ্বারস্থ হল দুই দোষী পবন কুমার ও অক্ষয় ঠাকুর । ফাঁসির দিন পিছনোর আর্জি জানিয়ে আবেদন করেছে তারা ।

শুক্রবারই মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের জন্য সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন জমা দেয় পবন কুমার ৷ যা আগামীকাল শুনবে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ ।

এদিকে, প্রাণভিক্ষার আবেদন খারিজ হয়ে যাওয়ার পরও গতকাল রাষ্ট্রপতির কাছে ফের প্রাণ ভিক্ষার আবেদন জানিয়েছে অক্ষয় ঠাকুর । তার দাবি, পূর্বের খারিজ হওয়া আবেদনে সব তথ্য ছিল না । তাই নতুন করে তার এই আবেদন ।

এই দুই আবেদনকে হাতিয়ার করেই দিল্লি আদালতে সাজার দিন পিছনোর দাবি জানায় তারা । আবেদনে পবন গুপ্তা জানিয়েছে, সুপ্রিমকোর্টে দাখিল করা কিউরেটিভ পিটিশনের শুনানি এখনও বাকি । তাই ফাঁসির দিন পিছনো হোক ।

ABOUT THE AUTHOR

...view details