দিল্লি , 11 নভেম্বর : অর্ণব গোস্বামীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত । অন্বয় নায়েক ও তাঁর মায়ের আত্মহত্যায় প্ররোচনা মামলায় গত সপ্তাহে বেসরকারি টিভি চ্যানেলের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী গ্রেপ্তার হন । এর আগে সোমবার বম্বে হাইকোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় ৷ যার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যান অর্ণব গোস্বামী ৷
আজ শুনানি চলাকালীন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ মহারাষ্ট্র সরকারের কড়া সমালোচনা করেন । ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে তাঁরা অর্ণব গোস্বামীর আবেদনের শুনানি করেন । শুনানিতে বিচারপতিরা বলেন , "সাংবিধানিক আদালত হিসেবে যদি আইনের সম্মান এবং স্বাধীনতা রক্ষা না করি তাহলে কে করবে ?" বিচারপতিরা নির্দেশ দেন , আবেদনকারী যথাযথ ও ন্যায্য তদন্ত পাওয়ার অধিকারী । সেই সঙ্গে অর্ণব গোস্বামীকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে ।