পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, পলাতক অভিযুক্ত শিক্ষক - delhi

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক টিউশন শিক্ষকের বিরুদ্ধে । এদিকে দিল্লিতে এক পৃথক ঘটনায় 14 বছর বয়সী মেঘালয়ের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ।

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, পলাতক অভিযুক্ত শিক্ষক

By

Published : Aug 10, 2019, 3:26 PM IST

জয়পুর, 10 অগাস্ট : পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক টিউশন শিক্ষকের বিরুদ্ধে । ঘটনাটি রাজস্থানের ভালওয়ারির । পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক পলাতক । POCSO আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে । অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে ভালওয়ারি থানার পুলিশ ।

তদন্তকারী অফিসার চানারাম বলেন, "অভিযুক্ত ওই শিক্ষক টফির লোভ দেখিয়ে শিশুটিকে মন্দিরের পিছনে নিয়ে যায় । তার পর সে ধর্ষণ করে । নির্যাতিত শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন ।"

এদিকে দিল্লিতে এক পৃথক ঘটনায় 14 বছর বয়সী মেঘালয়ের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে । সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতদের নাম ভুপিন্দর সিং ও ওম প্রকাশ ।

ABOUT THE AUTHOR

...view details