পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পদ্মশ্রী পাচ্ছেন ‘অরণ্যের এনসাইক্লোপিডিয়া’ তুলসী গৌড়া - রাজ্যোৎসভা সম্মান

কর্নাটকের হোনালি গ্রামের বাসিন্দা তুলসী গৌড়া একাই আঙ্কোলা তালুকে এক লক্ষ গাছ লাগিয়েছেন ৷ তার এই কাজের জন্য তিনি পেতে চলেছেন দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী ৷

Tulasi Gowda
তুলসী গৌড়া

By

Published : Mar 3, 2020, 1:24 PM IST

Updated : Mar 3, 2020, 7:33 PM IST

হোনালি (কর্নাটক), 3 মার্চ : চলতি বছর দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী পেতে চলেছেন ‘অরণ্যের এনসাইক্লোপিডিয়া’ তুলসী গৌড়া । ৭২ বছরের এই পরিবেশকর্মী একা হাতেই আঙ্কোলা তালুকে এক লক্ষ গাছ লাগিয়েছেন । উদ্ভিদ সম্পর্কে তাঁর জ্ঞানের কোনও তুলনা নেই ।

কর্নাটকের হোনালি গ্রামের বাসিন্দা তুলসী মনে প্রাণে এক আদর্শ পরিবেশপ্রেমী ৷ তিনি সর্বদাই পরিবেশ রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন ৷

অতি সাধারণ ঘরের হালাক্কি উপজাতির এই আদিবাসী মহিলা তাঁর চারপাশের মানুষকেও সবুজায়ন সম্পর্কে সচেতন করে তুলেছেন । চিরাচরিত শিক্ষা বা কোনও ডিগ্রি না থাকলেও উদ্ভিদ সম্বন্ধে তাঁর জ্ঞান অপরিসীম ।

তিনি নিজের সমগ্র জীবন গাছেদের প্রতি উৎসর্গ করেছেন ৷ সন্তানসম ভালোবাসায় তিনি চারাগাছগুলিকে বড় করেন ৷ বড় না হওয়া পর্যন্ত প্রতিটি চারার আলাদা ভাবে যত্ন নেন তিনি ।

প্রকৃতিপ্রেমী তুলসী বনায়নের কর্মসূচির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত । উন্নয়নের নামে নিজের গ্রামেই অবিবেচকের মতো যে সবুজ ধবংস করা হচ্ছিল, তার প্রতিবাদে সরব হয়েছিলেন তিনি ।

পরিবেশ রক্ষায় অসামান্য অবদানের জন্য তিনি বহুবার কর্নাটক সরকারের তরফ থেকে সম্মানিত হয়েছেন তুলসী । এছাড়া রাজ্যের তরফে রাজ্যোৎসভা সম্মানও পেয়েছেন তিনি । তাঁর এই উদ্যোগকে বাহবা জানিয়েছেন সকলে ৷

Last Updated : Mar 3, 2020, 7:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details