দিল্লি, 3 ডিসেম্বর : দিল্লির সীমান্তবর্তী এলাকাগুলিকে শাহিনবাগে পরিণত করার চেষ্টা করা হচ্ছে । কৃষকদের বিক্ষোভের মাঝে এই দাবি করলেন দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি । তিনি বলেন, কৃষকদের উসকে দেশের রাজধানীতে শাহিনবাগের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে টুকরে টুকরে গ্যাং ।
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আটদিন ধরে দিল্লির একাধিক সীমানায় কৃষকদের বিক্ষোভ চলছে । সমস্যা সমাধানের লক্ষ্যে আজ ফের কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করতে চলেছে কেন্দ্রীয় সরকার । আগে আলোচনায় বসলেও তা ফলপ্রসূ হয়নি । কেন্দ্রীয় সরকারের কমিটি গঠনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে কৃষক সংগঠনগুলি । আর তার আগে একটি বিবৃতিতে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি দাবি করেন, কৃষকদের প্রতিবাদী আন্দোলন থেকে খালিস্তানের সমর্থনে স্লোগান উঠেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে হুমকি দেওয়া হয়েছে । ফলে এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র । দেশে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে ।