হায়দরাবাদ, 4 ডিসেম্বর : হায়দরাবাদের মহিলা পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচারের জন্য বিশেষ আদালত গঠিত হতে চলেছে ৷ মেহেবুবনগর জেলা আদালতে গঠিত হচ্ছে বিশেষ আদালত ৷ এই আদালতেই শুনানি হবে পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার ৷
আজ তেলাঙ্গানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরালের প্রস্তাব খতিয়ে দেখার পর এই নির্দেশ দিয়েছে তেলাঙ্গানা সরকার৷ রেজিস্ট্রার-জেনেরাল প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন ৷27 শে নভেম্বর নিখোঁজ হয়েছিলেন হায়দরাবাদবাসী সাতাশ বছরের এক পশু চিকিৎসক ৷ পরের দিন শামশাবাদের কাছে বেঙ্গালুরু-হায়দরাবাদ হাইওয়ের একটি কালভার্টের নিচে তাঁর দগ্ধ দেহ উদ্ধার হয় । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধর্ষণের পর খুন করে পেট্রল ঢেলে ওই চিকিৎসকের দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ CCTV ফুটেজ পরীক্ষা করার পর উঠে আসে আরও কিছু তথ্য ৷
তেলাঙ্গানার কোল্লুরু গ্রামের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক ছিলেন নির্যাতিতা ৷ অন্যান্য দিনের মতই বুধবার বিকেলে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ৷ সন্ধ্যা 6টা নাগাদ আবার তিনি বাড়ি থেকে বের হন ৷ শামশাবাদের টোল প্লাজ়ার কাছে তিনি তাঁর স্কুটারটি রাখেন এবং সেখান থেকে একটি ক্যাব নিয়েছিলেন ৷ পরে শামশাবাদ টোল প্লাজায় ফিরে দেখেন তাঁর স্কুটারের চাকা পাঙচার হয়ে গেছে ৷