পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সময় কম, সবরমতি আশ্রমে নাও যেতে পারেন ট্রাম্প - ডোনাল্ড ট্রাম্প

আহমেদাবাদ থেকে রোড শো শেষে গুজরাতের সবরমতি আশ্রমে যাওয়ার কথা সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পের । তবে, সময় কম থাকায় সেই সফর বাতিল হতে পারে বলে সূত্রের খবর ।

Sabarmati
সবরমতি আশ্রম

By

Published : Feb 20, 2020, 5:56 PM IST

আহমেদাবাদ, 20 ফেব্রুয়ারি : তৈরি রাখা ছিল হৃদয় কুঞ্জের চরকা । অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছিল গুজরাতের সবরমতি আশ্রম । কিন্তু সেখানে নাও যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প । তার বদলে আগ্রাতে যেতে পারেন তিনি ।

সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে জোরকদমে প্রস্তুত হচ্ছিল গুজরাতের সবরমতি আশ্রম । সবরমতি আশ্রম সংরক্ষণ ও স্মৃতি ট্রাস্টের তরফে একগুচ্ছ উপহার দেওয়ার পরিকল্পনাও করা হয় । আহমেদাবাদ থেকে রোড শো শেষে এই আশ্রম ঘুরে দেখার কর্মসূচি ছিল ডোনাল্ড ট্রাম্পের । তবে হাতে সময় কম থাকায় এই সফর কাটছাট করা হতে পারে বলে জানা গেছে । তাতেই বাদ পড়তে পারে সবরমতি আশ্রম ।

এই সংক্রান্ত আরও খবর : আসছেন ট্রাম্প, বস্তি ঢাকতে তৈরি হচ্ছে দেওয়াল

এদিকে, বিদেশ মন্ত্রকের তরফে প্রেস বিজ্ঞপ্তিতেও সবরমতিতে যাওয়ার কথা উল্লেখ নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 25 তারিখ সকালে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানাতে রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এরপর সেখান থেকেই রাজঘাটে যাবেন তাঁরা । এমনকী বিদেশ সচিব হর্ষ বর্ধন সিঙ্গলার প্রেস বিবৃতিতেও ট্রাম্পের সবরমতি আশ্রমে যাওয়া নিয়ে কিছু উল্লেখ করা হয়নি।

এই সংক্রান্ত আরও খবর :‘নমস্তে ট্রাম্প’, অ্যামেরিকার প্রেসিডেন্টকে স্বাগত জানাবে লক্ষাধিক মানুষ

ABOUT THE AUTHOR

...view details