আহমেদাবাদ, 20 ফেব্রুয়ারি : তৈরি রাখা ছিল হৃদয় কুঞ্জের চরকা । অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছিল গুজরাতের সবরমতি আশ্রম । কিন্তু সেখানে নাও যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প । তার বদলে আগ্রাতে যেতে পারেন তিনি ।
সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে জোরকদমে প্রস্তুত হচ্ছিল গুজরাতের সবরমতি আশ্রম । সবরমতি আশ্রম সংরক্ষণ ও স্মৃতি ট্রাস্টের তরফে একগুচ্ছ উপহার দেওয়ার পরিকল্পনাও করা হয় । আহমেদাবাদ থেকে রোড শো শেষে এই আশ্রম ঘুরে দেখার কর্মসূচি ছিল ডোনাল্ড ট্রাম্পের । তবে হাতে সময় কম থাকায় এই সফর কাটছাট করা হতে পারে বলে জানা গেছে । তাতেই বাদ পড়তে পারে সবরমতি আশ্রম ।