দিল্লি, 24 ফেব্রুয়ারি : মোতেরায় অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণে ভুল উচ্চারণ । ভারত সফরের শুরুতেই ট্রোল হলেন সোশাল মিডিয়ায় । চা-ওয়ালা শব্দকে চি-ওয়ালা বা বেদের প্রসঙ্গ টানতে গিয়ে ইংরেজিতে ভেদাসকে ভেসতাস বলে ফেললেন ট্রাম্প । গুলিয়ে ফেললেন বিবেকানন্দ শব্দের উচ্চারণও ।
দু'দিনের সফরে আজ ভারতে এসেছেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প । সঙ্গে রয়েছেন মেয়ে ইভাঙ্কা ও জামাই জারেদ কুশনার । আজ মোতেরা ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনের পর সেখানে নমস্তে ট্রাম্পের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি । বিবেকানন্দর কথা উল্লেখ করতে দিয়ে তাঁকে বিবেকামনম বলে সম্মোধন করেন তিনি । এছাড়াও সচিন তেন্ডুকরকে সুচিন তেন্ডুলকর । শোলে সিনেমাকে শোজে বলেন তিনি । এই নিয়েই শুরু হয় বিতর্ক ।