পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লি হিংসা: নাগরিকদের সতর্ক করতে অ্যামেরিকার দূতাবাসের তরফে নির্দেশিকা জারি - দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন প্রতিবাদ 2020

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর থেকে ফেরার এক ঘণ্টার মধ্যেই নির্দেশিকা জারি করেছে অ্যামেরিকার দূতাবাস । ভারতে বসবাসকারী অ্য়ামেরিকার নাগরিকদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস । লিখছেন স্মিতা শর্মা ৷

delhi
delhi

By

Published : Feb 26, 2020, 10:27 PM IST

Updated : Feb 26, 2020, 11:09 PM IST

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর থেকে ফেরার এক ঘণ্টার মধ্যেই নির্দেশিকা জারি করেছে অ্যামেরিকার দূতাবাস । দূতাবাসের ওয়েবসাইটে নির্দেশিকাটি আপলোড করা হয়েছে । নির্দেশিকায় লেখা হয়েছে, 'ভারতে বসবাসকারী অ্যামেরিকার নাগরিকরা উত্তর-পূর্ব দিল্লির হিংসাত্মক অবরোধ সম্পর্কে ওয়াকিবহাল থাকুন । যে স্থানে সংঘর্ষ হচ্ছে সেই স্থানগুলো এড়িয়ে চলুন । স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে অবরোধ সংক্রান্ত তথ্য, বন্ধ রাস্তা ও মেট্রো স্টেশনগুলির বিষয়ে এবং সম্ভাব্য কারফিউ সম্পর্কে অবগত থাকুন । '

নির্দেশিকাতে 144 ধারা জারির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে । মুসলিম অধ্যুষিত কয়েকটি এলাকায় 144 ধারা জারি রয়েছে । সেখানে চারজনের বেশি মানুষ সম্মিলিত হতে পারবেন না । রবিবার থেকে এলাকাগুলিতে সংঘর্ষ চলছে । এখনও পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে । জখম বহু মানুষ ।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথোপকথনের আগে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ট্রাম্প । সাংবাদিকরা নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ আন্দোলনকে কেন্দ্র করে যে ধর্মীয় সংঘর্ষের বিষয়ে তাঁকে প্রশ্ন করেন । ট্রাম্প জানান, CAA ভারতের অভ্যন্তরীণ বিষয় । এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন । তিনি বলেন, "আমি CAA-র বিষয়ে কিছু বলব না । এটি ভারতের বিষয় । নাগরিকদের কথা চিন্তা করে ভারত সঠিক সিদ্ধান্তই নেবে আশা করি । "

দিল্লি সংঘর্ষে মৃত্যু প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য না করে মোদির নেতৃত্বের প্রশংসা করেন । মোদিকে 'ধার্মিক কিন্তু দৃঢ়চেতা' এক নেতা বলে সম্বোধন করেন । ভারতে ধর্মীয় স্বাধীনতা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি । যদিও বিরোধীরা বারবার অভিযোগ করেছেন দিল্লি সংঘর্ষে নিশানা হচ্ছেন ধর্মীয় সংখ্যালঘুরা । তাঁদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে । আগুন লাগিয়ে দেওয়া হয়েছে মসজিদে । এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধীরা ভারতের ধর্মীয় স্বাধীনতা এবং গণতন্ত্র নিয়েই প্রশ্ন তুলছেন । কিন্তু এই সংঘর্ষের মূল কেন্দ্র থেকে সরে গিয়ে ট্রাম্প ভারতের ধর্মীয় স্বাধীনতার প্রশংসা করেন । তিনি বলেন, "আমি এবং নরেন্দ্র মোদি ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা বলেছি । আমি বলব, প্রধানমন্ত্রী এই বিষয়ে অসাধারণ । তিনি আমায় জানিয়েছেন তিনি ভারতের প্রত্যেক মানুষের ধর্মীয় স্বাধীনতার অধিকারকে সমর্থন করেন । তাঁরা ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার জন্য একাধিক পদক্ষেপ করেছেন ।"

নাগরিকত্ব সংশোধনী আইন এবং দিল্লি সংঘর্ষ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রেসিডেন্ট ট্রাম্প । কিন্তু ট্রাম্পের ফিরে যাওয়ার এক ঘণ্টার মধ্যেই নির্দেশিকা জারি করে ভারতে বসবাসকারী অ্যামেরিকার নাগরিকদের সাবধান থাকার বার্তা দেয় অ্যামেরিকার দূতাবাস । অ্যামেরিকার যে অধিবাসীরা ভারতে কর্মসূত্রে রয়েছেন বা ঘুরতে এসেছেন তাঁদের সতর্ক করা হয় নির্দেশিকায় । রাস্তা বন্ধ রয়েছে যে স্থানে বা যে স্থানে প্রতিবাদ বিক্ষোভ হতে পারে সেইস্থানগুলি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । নির্দেশিকায় লেখা হয়েছে, 'পারিপার্শ্বিক এলাকায় নজর রাখুন । স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে চোখ রাখুন । স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন ।' যে এলাকাগুলিতে হিংসা ছড়িয়েছে তার মধ্যে কয়েকটি এলাকায় এদিন তদারকি করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ।

স্মিতা শর্মা

Last Updated : Feb 26, 2020, 11:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details