পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অপহৃত TRS নেতার মৃতদেহ উদ্ধার ছত্তিশগড়ে

অপহৃত TRS নেতা নাল্লুরি শ্রীনিবাস রাওয়ের মৃতদেহ উদ্ধার হল ছত্তিশগড়ের সুকমার পুত্তাপাড়ু গ্রাম থেকে । তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ ।

নাল্লুরি শ্রীনিবাস রাও

By

Published : Jul 13, 2019, 5:22 AM IST

সুকমা(ছত্তিশগড়), 13 জুলাই : তিনদিন আগে অপহরণ করেছিল মাওবাদীরা । আর গতকাল উদ্ধার হল TRS নেতা নাল্লুরি শ্রীনিবাস রাওয়ের মৃতদেহ । ছত্তিশগড়ের সুকমার পুত্তাপাড়ু গ্রাম থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ।

45 বছর বয়সি শ্রীনিবাস রাওকে তেলাঙ্গানার কোঠুর গ্রাম থেকে অপহরণ করে মাওবাদীরা।

ভদ্রচালমের অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ চন্দ্র বলেন, "ছত্তিশগড়ের ইরামপাড়ু থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে । তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখছি।"

কীভাবে তাঁকে অপহরণ করা হয়েছিল ? রাওয়ের স্ত্রী দুর্গা বলেন, 10-15 জন এসে তাঁর স্বামীকে বাড়ির বাইরে নিয়ে যান। তাদের কাছে অস্ত্র ও লাঠি ছিল। আবেদন করলেও তাঁর স্বামীকে তারা ছাড়েনি বলে জানিয়েছেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details