পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কর্নাটকে বিধায়কদের অপহরণের অভিযোগে লোকসভায় মুলতুবি প্রস্তাব তৃণমূলের - Lok Sabha

কর্নাটকে বিধায়কদের অপহরণ করা হয়েছে । এই অভিযোগ তুলে লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা দিলেন সৌগত রায় ।

লোকসভা

By

Published : Jul 19, 2019, 3:32 PM IST

দিল্লি,19 জুলাই : কর্নাটকে বিধায়কদের অপহরণের অভিযোগ তুলে আজ লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা দিলেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায় । সেরাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কংগ্রেসের এক সাংসদও লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা দেন ।

গত দু'সপ্তাহে কর্নাটকে জোট সরকারের মোট 16 জন বিধায়ক ইস্তফা দেন । এর মধ্যে কংগ্রেসের 13 জন ও JDS-র তিনজন । আবার দু'জন নির্দল বিধায়ক জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছেন । 16 জনের ইস্তফা গৃহীত হলে তাহলে 225 আসন বিশিষ্ট বিধানসভায় জোটের ম্যাজিক ফিগার হবে 105 । আবার জোটের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াবে 100 । অন্যদিকে দুই নির্দল বিধায়কেরও সমর্থন সহ BJP-র হাতে আছে 107 জন বিধায়ক । বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়করা মুম্বইয়ের হোটেলে ছিলেন । এনিয়ে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, কর্নাটকে জোট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য জনতা দল সেকুলার-কংগ্রেস বিধায়কদের আটকে রাখা হয়েছে । একটি নির্বাচিত সরকারকে "অস্থির" করা হচ্ছে । যদিও এই অভিযোগ অস্বীকার করে BJP ।

এই সংক্রান্ত আরও খবর :রাজ্যপালের দেওয়া সময়সীমায় হল না আস্থাভোট, 3টে পর্যন্ত মুলতুবি বিধানসভা

এর মধ্যে, বুধবার সুপ্রিম কোর্ট রায় দেয়, বিক্ষুব্ধ বিধায়কদের আস্থাভোটে যোগ দেওয়ার জন্য বাধ্য করা যাবে না । BJP-র দাবি, এর ফলে তাদের হাত মজবুত হল । কিন্তু, গতকাল তুমুল হট্টগোলের জেরে বিধানসভার অধিবেশন মুলতুবি হয়ে যায় । ফলে আস্থাভোট হয়নি । আজও সেই নাটক অব্যাহত । ইতিমধ্যে লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা দেয় তৃণমূল ও কংগ্রেস ।

এই সংক্রান্ত আরও খবর :কর্নাটকে আস্থা ভোট আজ, বিধানসভায় রাত কাটিয়ে প্রাতঃভ্রমণে BJP বিধায়করা

উল্লেখ্য, লোকসভায় মুলতুবি প্রস্তাব গৃহীত হলে দৈনন্দিন বিষয় সরিয়ে রেখে জনস্বার্থে গুরুত্বপূর্ণ কোনও নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details