বারাণসী, 20 জুলাই : সোনভদ্রে যাওয়ার পথে বাধার মুখে পড়তে হল তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধিদলকে ৷ বাবাতপুরে লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরে তাঁদের আটকায় বারাণসী পুলিশ ৷ এর প্রতিবাদে ধরনায় বসেন তাঁরা ৷ যদিও তৃণমূলের দাবি, তাঁদের প্রতিনিধিদের আটক করা হয়েছে ৷
বিমানবন্দর থেকে ডেরেক ও'ব্রায়েন টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ বলেন, "আমরা সবেমাত্র বারাণসী বিমানবন্দরে নামলাম ৷ এখানে SP ও ADM রয়েছেন ৷ তাঁরা জানান, আমাদের আটক করা হয়েছে ৷ কী ধারায় আমাদের আটক করা হয়েছে তা জানতে চাই ৷ আমরা তিনজন রয়েছি তাহলে 144 ধারা কীভাবে প্রয়োজ্য হবে? আমাদের লক্ষ্য হল, BHU ট্রমা সেন্টারে গিয়ে জখমদের সঙ্গে দেখা করা ৷ আমরা সোনভদ্রে যেতে চাই ৷ "
36 একর জমি দিতে অস্বীকার করায় বুধবার সোনভদ্রের এক গ্রামে 10 জন আদিবাসী কৃষককে গুলি করে খুন করে গ্রামপ্রধান ও তাঁর দলবল ৷ জখম হন 23 জন । প্রত্যক্ষদর্শীদের দাবি, 32 টি ট্রাক্টরে করে গ্রামপ্রধান প্রায় 200 জন লোককে নিয়ে আসেন ৷ তারপর 30 মিনিটের বেশি সময় ধরে আদিবাসীদের উপর গুলিবর্ষণ করে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর । কংগ্রেস ও BJP একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারকে আক্রমণ করে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা টুইট করেন, "সোনভদ্রে এতজন মানুষের মৃত্যু হল । সরকার কি এখনও ঘুমোচ্ছে? কবে এই রাজ্য অপরাধ মুক্ত হবে ? " অন্যদিকে, এই ঘটনার জন্য BJP-র তরফে কংগ্রেসকে দায়ি করা হয় ।
এই সংক্রান্ত আরও খবর : জমি নিয়ে বিবাদ, উত্তরপ্রদেশে শুটআউটে নিহত 3 মহিলাসহ 10