দিল্লি, 2 মার্চ : আজ পার্লামেন্টে শুরু হয়েছে দ্বিতীয় দফার বাজেট অধিবেশন ৷ অধিবেশনের আগে পার্লামেন্ট চত্বরে গান্ধি মূর্তির সামনে চোখে কালো কাপড় বেঁধে, মুখে আঙুল দিয়ে দিল্লি হিংসার প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূলের সাংসদরা ৷
পরে অধিবেশন শুরু হতেই দিল্লি হিংসা নিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদ ৷ যার জেরে দুপুর দু'টো পর্যন্ত অধিবেশন মুলতুবি করা হয় ৷
CAA ইশুতে গত সপ্তাহে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল রাজধানীতে ৷ CAA সমর্থনকারী ও বিরোধীদের সংঘর্ষের জেরে প্রাণ হারিয়েছেন 46 জন ৷ জখম হয়েছেন শতাধিক ৷
অমিত শাহের পদত্যাগের দাবিতে প্রতিবাদ কংগ্রেস সাংসদদের আজ তৃণমূলের পাশাপাশি দিল্লি হিংসার প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে পার্লামেন্ট চত্বরে গান্ধি মূর্তির সামনে প্রতিবাদ জানান কংগ্রেস সাংসদরা ৷ ছিলেন রাহুল গান্ধি, শশী থারুর, অধীররঞ্জন চৌধুরি ৷