দিল্লি, 23 জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন বিশিষ্টরা৷ লোকসভার অধ্য়ক্ষ থেকে শুরু করে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য়ের নেতা-মন্ত্রী, দেশনায়কের জন্মদিনে তাঁর স্মৃতিতে অর্ঘ্য় প্রদান করলেন ৷ শনিবার দেশজুড়ে পালিত হল নানা অনুষ্ঠান৷
125তম জন্মজয়ন্তীতে নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন নেতা-মন্ত্রীদের
নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন বিশিষ্টরা৷
কোরোনা আবহেই নেতাজির জন্মজয়ন্তী পালিত হল লোকসভার অন্দরে ৷ সেন্ট্রাল হলে সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্য়দান করে তাঁকে শ্রদ্ধার্ঘ্য় নিবেদন করলেন অধ্য়ক্ষ ওম বিড়লা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ-সহ অন্য় সাংসদরা৷ এদিন অসমের গুয়াহাটিতে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সেখানেই আজাদ হিন্দ ফৌজের নেতাকে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি৷ নেতাজির জন্মস্থান ওড়িশার কটক৷ এদিন সেখানে তাঁর মূর্তিতে মাল্য়দান করেন আর এক কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷
নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য়গুলির তরফেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ভোপালের বাসভবনে নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য় অর্পণ করেন মধ্য়প্রদেশের মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ দেশনায়ককে শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচি পালিত হয় দক্ষিণের রাজ্য়গুলিতেও৷ নেতাজিকে পুষ্পার্ঘ্য় প্রদান করেন তামিলনাড়ুর মৎস্য়মন্ত্রী ডি জয়কুমার৷ চেন্নাইয়ের মারিনা সমুদ্র সৈকতে নেতাজির মূর্তিটি ফুল ও মালায় সাজিয়ে তোলা হয়৷ অসংখ্য় মানুষ সেখানে শ্রদ্ধাজ্ঞাপন করেন৷