পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রায়পুরে রাতভর চলছে অসুস্থ হাতির চিকিৎসা - raipur

রায়পুরের কোরবা অঞ্চলের বনে উদ্ধার হল এক অসুস্থ হাতি । রবিবার রাতে চিকিৎসকদের একটি দল রায়পুর ও বিলাসপুর থেকে আসে । বন্যপ্রাণ বিশেষজ্ঞ, বন বিভাগের কর্মীরা ও চিকিৎসকরা হাতিটির উপর নজর রেখেছে ।

treatment-of-sick-elephant-continues-in-korba
অসুস্থ হাতির চিকিৎসা রায়পুরে

By

Published : Jun 15, 2020, 12:13 PM IST

রায়পুর, 15 জুন : রাতভর চিকিৎসা চলছে অসুস্থ হাতির । বন বিভাগের কর্মী ও বন্যপ্রাণ বিশেষজ্ঞরা মিলে হাতির চিকিৎসায় নিযুক্ত রয়েছেন । যাতে হাতিটির ভালো চিকিৎসা মেলে সে কারণে আনা হয়েছে রায়পুর ও বিলাসপুর থেকে চিকিৎসকদের একটি দল ।

স্থানীয়রা জানায়, কোরবার বন থেকে আসা একটি হাতিকে লোকালয়ের মধ্যে ঢুকে পড়তে দেখে গ্রামবাসীরা বন বিভাগে খবর দেয় । খবর পেয়ে হাতিটিকে দেখতে আসে বন বিভাগের কর্মীরা । এসে দেখে, হাতিটি অসুস্থ । তাকে পরীক্ষা-নিরীক্ষা করে । বন বিভাগের মুখ্য আধিকারিক অতুল শুক্ল বলেন, "হাতিটির নিশ্বাস নিতে সমস্যা হচ্ছিল । গ্রামবাসীর সহায়তায় হাতিটিকে মাটিতে শোয়ানো হয় । যার ফলে হাতিটির শ্বাস-প্রশ্বাসের গতি ও শরীরের তাপমাত্রা আরও কমে যায় । হাতিটি বার বার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় ।"

স্থানীয় সূত্রে জানা যায়, বন্যপ্রাণ বিশেষজ্ঞ ও চিকিৎসকদের দল এবং গ্রামবাসীদের সহযোগিতায় হাতিটিকে পাশ ফিরিয়ে শুইয়ে দেওয়া হয় । তারপরই তার শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে যায় । আপাতত হাতিটির শ্বাস নেওয়ার গতিবিধিতে নজর রাখা হচ্ছে । যদিও হাতিটির শ্বাস-প্রশ্বাসের গতি বেশ সামান্যই রয়েছে । উপস্থিত চিকিৎসকরা হাতিটির শরীরের তাপমাত্রা পরীক্ষা করে চলেছেন ।

বন বিভাগের কর্মীরা জানান যে, হাতিটি মাঝ বয়সের । উচ্চতা 1.9 মিটার । অসুস্থ হাতিটিকে সুস্থ করতে কোরবায় রয়েছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ ও চিকিৎসকরা ।

বেশ কিছুদিন আগে কেরলের মালপ্পুরমে একটি গর্ভবতী হাতিকে বাজি ভরা আনারস খাইয়ে মেরে ফেলা হয় । সেই অমানবিক ঘটনার পর সামনে সামনে এই ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details