রায়পুর, 15 জুন : রাতভর চিকিৎসা চলছে অসুস্থ হাতির । বন বিভাগের কর্মী ও বন্যপ্রাণ বিশেষজ্ঞরা মিলে হাতির চিকিৎসায় নিযুক্ত রয়েছেন । যাতে হাতিটির ভালো চিকিৎসা মেলে সে কারণে আনা হয়েছে রায়পুর ও বিলাসপুর থেকে চিকিৎসকদের একটি দল ।
স্থানীয়রা জানায়, কোরবার বন থেকে আসা একটি হাতিকে লোকালয়ের মধ্যে ঢুকে পড়তে দেখে গ্রামবাসীরা বন বিভাগে খবর দেয় । খবর পেয়ে হাতিটিকে দেখতে আসে বন বিভাগের কর্মীরা । এসে দেখে, হাতিটি অসুস্থ । তাকে পরীক্ষা-নিরীক্ষা করে । বন বিভাগের মুখ্য আধিকারিক অতুল শুক্ল বলেন, "হাতিটির নিশ্বাস নিতে সমস্যা হচ্ছিল । গ্রামবাসীর সহায়তায় হাতিটিকে মাটিতে শোয়ানো হয় । যার ফলে হাতিটির শ্বাস-প্রশ্বাসের গতি ও শরীরের তাপমাত্রা আরও কমে যায় । হাতিটি বার বার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় ।"