দিল্লি, 17 মার্চ : ইউরোপিয়ান ইউনিয়ন, টার্কি, এবং UK-র বাসিন্দাদের ভারতে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার ৷ এমনকী এই দেশগুলিতে প্রবাসী ভারতীয়রাও 31 মার্চ পর্যন্ত দেশে প্রবেশ করতে পারবে না ৷
31 মার্চ পর্যন্ত ভারতে আসতে পারবেন না EU, টার্কি ও UK-র বাসিন্দারা - corona
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল একথা জানিয়ে দেন ৷ তিনি বলেন, ‘‘ ইউরোপিয়ান ইউনিয়ন, টার্কি ও UK -র ভ্রমণকারীরা 18 মার্চ 2020 থেকে ভারতে প্রবেশ করতে পারবেন না ৷ পরে এই সিদ্ধান্ত পুর্নবিবেচনা হবে ৷’’ তিনি আরও বলেন, ‘‘UAE, কাতার, ওমান ও কুয়েত থেকে আগত যাত্রীদের অবশ্যই 14 দিনের জন্য কোয়ারান্টাইনে থাকতে হবে ৷
সোমবার একটি বিবৃতি দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লাভ আগরওয়াল একথা জানিয়ে দেন ৷ তিনি বলেন, ‘‘ ইউরোপিয়ান ইউনিয়ন, টার্কি ও UK -র ভ্রমণকারীরা 18 মার্চ 2020 থেকে ভারতে প্রবেশ করতে পারবেন না ৷ পরে এই সিদ্ধান্ত পুর্নবিবেচনা হবে ৷’’ তিনি আরও বলেন, ‘‘UAE, কাতার, ওমান ও কুয়েত থেকে আগত যাত্রীদের অবশ্যই 14 দিনের জন্য কোয়ারান্টাইনে থাকতে হবে ৷
আগরওয়াল আরও বলেন, ভারতে এখনও পর্যন্ত 114 জনের দেহে কোরোনা ভাইরাস পাওয়া গেছে ৷ তাদের মধ্যে 13 জন সুস্থ হয়ে উঠেছেন ৷ ভারতে এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে ৷ ভারতে নতুন করে 4 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ তারা ওড়িশা, জম্মু ও কাশ্মীর, লাদাখ ও কেরালার বাসিন্দা ৷