পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 27, 2020, 9:16 AM IST

Updated : Feb 27, 2020, 12:40 PM IST

ETV Bharat / bharat

রাতারাতি বিচারপতি বদল নিয়ে তরজায় কেন্দ্র-বিরোধীরা

গত সপ্তাহেই মুরলীধরের বদলির সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৷ বলা হয়েছিল, পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে বদলির কথা ৷ প্রস্তাবের পরই এর প্রতিবাদে সরব হয় দিল্লি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন ৷

S Muralidhar
মুরলীধর

নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি : এর আগেও দু'বার বদলির কথা উঠেছিল ৷ কিন্তু, প্রতিক্ষেত্রেই আপত্তি তুলেছিল কলেজিয়াম ৷ কিন্তু, দিল্লিতে চলতে থাকা হিংসার প্রেক্ষিতে কার্যত 'রক্ষকর্তা' হয়ে ওঠা দিল্লি হাইকোর্টের সেই বিচারপতি এস মুরলীধরকেই বদলি করা হল রাতারাতি ৷ কলেজিয়ামের সুপারিশ মেনে বুধবার রাতে বিচারপতি মুরলীধরকে বদলি করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । মাঝরাতে জারি হয় এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি ।

গত সপ্তাহেই মুরলীধরের বদলির সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৷ বলা হয়েছিল, পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে বদলির কথা ৷ প্রস্তাবের পরই এর প্রতিবাদে সরব হয় দিল্লি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন ৷ তাদের দাবি ছিল, এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হবে প্রতিষ্ঠান ৷ কিন্তু, বুধবার মাঝরাতে যে ভাবে মুরলীধরের বদলিতে শিলমোহর দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

বিতর্কের শুরু অবশ্য দিন দু'য়েক আগে ৷ মঙ্গলবার উত্তর-পূর্ব দিল্লির সংঘর্ষে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে বাধ্য হয়ে মুরলীধরের সাহায্য চাওয়া হয়েছিল ৷ পুলিশের কাছ থেকে তেমন সাহায্য না পেয়ে সেদিন রাত 12টা নাগাদ মুরলীধরের বাড়ি গিয়েছিলেন চিকিৎসক, মানবাধিকার কর্মীদের একাংশ । সেই রাতেই তাঁদের আরজি শুনতে সম্মত হয়েছিলেন বিচারপতি মুরলীধর ৷ রাত পৌনে ২টোর সময় দিল্লি পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশও দেন ৷ তার কয়েক ঘণ্টার মধ্যই বদলি ৷ বিষয় দুটির মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, তা নিয়ে কেউ মুখ খুলতে চাননি ৷

এই রাতারাতি বদলির ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস ৷ কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘‘মনে হচ্ছে এই দেশে যাঁরা ন্যায়বিচার করছেন, তাঁদের রেহাই নেই ৷ এটি গেরুয়া দলের রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ ছাড়া কিছুই নয় ৷’’ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি টুইট, ‘বর্তমান অবস্থাকে মাথায় রেখে বিচারপতি মুরলীধরের মধ্যরাতে বদলি হতবাক করার মত কোনও বিষয় নয় ৷ এটি অবশ্যই দুঃখজনক ও লজ্জাজনক ৷ সরকারের লাখ লাখ ভারতীয়ের বিচারবিভাগের উপর বিশ্বাস ভাঙার প্রচেষ্টা অত্যন্ত দুঃখজনক ৷’’ রাহুল গান্ধি সরাসরি বিচারপতির বদলি নিয়ে কোনও কথা না বলে তিনি টুইট করেন, ‘‘বিচারপতি লোয়ার কথা মনে পড়ছে, যার বদলি হয়নি ৷’’ তবে কংগ্রেসের এই অভিযোগকে উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদের টুইট, ‘সুপ্রিম কোর্টের কলোজ়িয়ামের সিদ্ধান্তে বিচারপতি মুরলীধরের বদলি ৷ সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল এই মাসের 12 তারিখেই ৷ তার বদলির সিদ্ধান্তে মুরলীধরের মতামতও নেওয়া হয়েছিল ৷’

Last Updated : Feb 27, 2020, 12:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details