মুম্বই, 9 জুলাই : মুম্বই-পুনে রেলওয়ে রুটে বন্ধ হয়েছে ট্রেন চলাচল । গতকাল বোল্ডার পড়ে ওই রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । রেল কর্তৃপক্ষ জানায়, ঠাকুরওয়ারি ও মাঙ্কি হিলের মাঝের লাইনে বোল্ডার পড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইন ।
বন্ধ মুম্বই-পুনে ট্রেন চলাচল - halted towards Mumbai-Pune
মুম্বই-পুনে রেলওয়ে রুটে বোল্ডার পড়ে বন্ধ ট্রেন চলাচল । রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ।
বন্ধ মুম্বই-পুনে ট্রেন চলাচল
যদিও সেন্ট্রাল রেলের তরফে জানানো হয়েছে, ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে ।
টানা কয়েক দিন ধরে প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের জনজীবন কার্যত থমকে গেছে । আগামী কয়েক দিন মুম্বইয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ।
Last Updated : Jul 9, 2019, 12:07 PM IST