আহমেদাবাদ, 25 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে জারি হওয়া লকডাউন দৃষ্টান্ত তৈরি করছে এক অন্য ভারতের । ইতিমধ্যেই গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন অনেকে । শুধুমাত্র স্বেচ্ছাসেবী সংস্থা না, এগিয়ে এসেছেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে চাকরিজীবীরাও । অনেক সময় দেখা গিয়েছে, আর্থিকভাবে সচল নয় এমন পরিবারও পাশে দাঁড়িয়েছে । এইবার সেই তালিকায় নতুন উদাহরণ তৈরি করলেন গুজরাতের এক প্রৌড় । লকডাউনে বিশেষভাবে সক্ষম মানুষের পাশে দাঁড়ালেন তিনি । তিনি নিজেও বিশেষভাবে সক্ষম ।
আহমেদাবাদের বাসিন্দা 62 বছর বয়সি ধরমশি ভাই রাবরি । 17 বছর আগে এক দুর্ঘটনায় পা হারান । এরপর আহমেদাবাদের ব্লাইন্ডম্যান অ্যাসোসিয়েশনে যোগ দেন তিনি । তার দুই মাস পর থেকে কৃত্রিম পায়ের সাহায্যে আবার হাঁটা শুরু । আর থামেননি ধরমশি ।
এই লকডাউনে বিশেষভাবে সক্ষম মানুষদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিচ্ছেন ধরমশি ভাই রাবরি । কারণ এই সময়ে সমস্যায় পড়েছেন তাঁরাও । আহমেদাবদের বাপুনগর, অমরাইওয়াড়ি, নারোদা, চিলোদা এবং ভস্ত্রাপুর এলাকায় বিশেষভাবে সক্ষম মানুষকে চাল, ডাল সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিচ্ছেন ধরমশি ।
বিশেষভাবে সক্ষম মানুষের পাশে দাঁড়িয়েছেন ধরমশি ভাই রাবরি বর্তমানে পেশায় একজন অটোচালক ধরমশি ভাই রাবরি । নিকটবর্তী মানুষের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি । পাশাপাশি গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসায় সাহায্যও করছেন । চিকিৎসক, পুলিশ ও অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্যানিটেশন কর্মী এবং সাংবাদিকদের মতো প্রত্যেক কোরোনা যোদ্ধার প্রতি কৃতজ্ঞ । ”
কেন্দ্রের DA বন্ধ রাখার সিদ্ধান্তের সমালোচনা মনমোহন-রাহুলের