পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাজার খুলতেই ধস শেয়ার বাজারে, পড়ল সেনসেক্স - SENSEX

আজ সকালে শেয়ার বাজার খোলার কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যায় শেয়ার কেনা-বেচা ৷ প্রায় 45 মিনিট শেয়ার কেনা-বেচা বন্ধ ছিল ৷ আজ বাজার খুলতেই নিফটির সেনসেক্সের সূচক পড়ে 27,608.80 তেই থেমে যায় ৷

Trading Halted For 45 Minutes As Sensex, Nifty Plunge 10% Amid Coronavirus Lockdowns
বাজার খুলতেই ধস শেয়ার বাজারে, পড়ল সেনসেক্স

By

Published : Mar 23, 2020, 1:16 PM IST

মুম্বই, 23 মার্চ : কোরোনার জেরে আবারও পড়ল সেনসেক্স ৷ এবারও 10 শতাংশ ৷ গত তিন বছরে এই প্রথম এতটা ধস শেয়ার বাজারে ৷ আজ সকালে শেয়ার বাজার খোলার কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যায় শেয়ার কেনাবেচা ৷ প্রায় 45 মিনিট শেয়ার কেনা-বেচা বন্ধ ছিল ৷ আজ বাজার খুলতেই নিফটির সেনসেক্সের সূচক পড়ে 27,608.80 তেই থেমে যায় ৷ তারপর 2,307.16 পয়েন্ট নেমে যায় সূচক ৷

NSE নিফটির 50টি বেঞ্চমার্ক পড়ে যায় 842.45 পয়েন্টে ৷ যা নেমে যায় 7,903.00 ৷ কোরোনা ভাইরাসের দ্রুত সংক্রমণ থেকে বাঁচতে লকডাউন ঘোষণার ফলে ব্যাঙ্কিং, অটোমোবাইল সেক্টরগুলিতে প্রভাব পড়েছে ৷ শেয়ার বাজারে নেমেছে ধস ৷ ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় অর্থনীতি ৷

  • আজ মার্কেট শুরুর পর প্রায় 45 মিনিট মার্কেট বন্ধ থাকার পর আবার খোলে 10 টা 58 মিনিটে ৷
  • 2008 - 2009 - এরপর এবছর এই প্রথম এত বড় ধস শেয়ার বাজারে ৷
  • নিফটি সূচক অনুযায়ী, বিভিন্ন হেভিওয়েট ঋণদাতাদের যেমন SBI, HDFC, ICICI-সহ দেশের 12 টি ব্যাঙ্কের শেয়ার কমেছে 12.74 শতাংশ ৷
  • S&P 500 নেমেছে 5 শতাংশ এবং EUROSTOXXX 50 নেমেছে 6.4 শতাংশ ৷
  • আজ শেয়ার মার্কেট শুরু হয় 2307.16 পয়েন্টে ৷ নিফটির শুরু হয় 7945.70 পয়েন্টে ৷

For All Latest Updates

TAGGED:

SENSEXnifty

ABOUT THE AUTHOR

...view details