পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বনধের প্রভাব রাজধানীতে, একাধিক জায়গায় প্রতিবাদ মিছিল - trade unions strike

dharmaghat
dharmaghat

By

Published : Jan 8, 2020, 7:29 AM IST

Updated : Jan 8, 2020, 6:47 PM IST

15:12 January 08

বনধে সমর্থন নেই কেন্দ্রীয় সরকারের । কেন্দ্রের তরফে জানানো হয়েছে যেকোনও পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত তারা । জনজীবন সচল রাখতে সবরকম ব্যবস্থা করা হবে । বাংলায় CPI(M), কংগ্রেস সহ 21টি দল এই বনধকে সমর্থন করেছে । সমর্থনে রয়েছে মহারাষ্ট্রের শিবসেনা , তামিলনাড়ুর DMK । অবরোধে সমর্থন জানিয়ে টুইট করেছেন রাহুল গান্ধি ।

দিল্লি, 8 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে দেশজুড়ে বনধের ডাক দিয়েছে CITU, INTUC সহ মোট 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংস্থা । ভোর 6টা থেকে শুরু হয়েছে হরতাল ৷ প্রতিবাদ মিছিলে সামিল রাজধানী । উত্তপ্ত পশ্চিমবঙ্গের মালদা । অন্ধ্রপ্রদেশে মিছিল থেকে আটক হয়েছেন বাম নেতারা । অসম ও মহারাষ্ট্রে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ । কর্নাটকের মাডিকেরিতে বিক্ষোভ দেখান ধর্মঘটীরা । ওড়িশার কয়েকটি জেলায় বন্ধ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান । কেরলের তিরুবনন্তপুরমে প্রতিবাদ মিছিল করছেন CITU-র কর্মীরা । প্রতিবাদে পথে চণ্ডীগড়, পাঞ্জাব ।একনজরে দেশে বনধের পরিস্থিতি -

Live Updates :

  • পাঞ্জাবের পাতিয়ালা, লুধিয়ানা, হোশিয়ারপুর সহ অন্যান্য কিছু জায়গায় দোকান বন্ধ ।  পাঞ্জাবি বিশ্ববিদ্যালয় কিছু পড়ুয়া ও অধ্যাপক এই প্রতিবাদে অংশ নেন । 
  • দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বনধের সমর্থনে নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে ।

14:07 January 08

  • অন্ধ্রপ্রদেশে জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ । বামপন্থী দল ও শ্রমিক সংগঠনগুলি সরকারি বাস আটকায় । রাস্তা অবরোধ করে । ব্যহত হয় যানচলাচল । পুলিশ কয়েকজন বামনেতাকে গ্রেপ্তার করেছে । বিজয়ওয়াড়া, গুন্টুর, বিশখাপত্তনম ও অন্যান্য এলাকা থেকে বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ । 

13:20 January 08

পশ্চিমবঙ্গ : বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের
  • রণক্ষেত্র পশ্চিমবঙ্গের মালদা । বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে । বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে । ফাটায় কাঁদানে গ্যাসের সেল । 

12:59 January 08

প্রতিবাদে পথে নেমেছে চণ্ডীগড়
  • পাঞ্জাবের অমৃতসরে রেললাইন অবরোধ করে বিক্ষোভকারীরা । 

12:32 January 08

বনধের প্রভাব রাজধানীতেও
  • প্রভাব রাজধানীতেও । রাস্তায় নেমেছেন ধর্মঘটীরা । চলছে প্রতিবাদ মিছিল । 
  • বনধে সমর্থন জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । তিনি টুইট করে লেখেন, 'মোদি-শাহর সরকারের মানুষ ও শ্রমিক বিরোধী নীতি বেকারত্বর কারণ । দুর্বল হয়েছে রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলি ।'

12:12 January 08

  • কেরলের কোচিতে বন্ধ দোকানপাট । রাস্তাঘাটেও কম লোকসংখ্যা । 
  • পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে বনধের মিশ্র প্রভাব পড়েছে । বিক্ষোভের সেরকম কোনও খবর এখনও সামনে আসেনি । পাঞ্জাব ও হরিয়ানার কয়েকটি কৃষক সংগঠনের কর্মীরা ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখতে বলেন ।
  • উত্তরপ্রদেশেও বনধের প্রভাব । একাধিক শ্রমিক সংগঠন এই বনধে সমর্থন জানিয়েছেন । ব্যাঙ্ক ইউনিয়ন, জীবন বিমা, BSNL-র কর্মীরা রয়েছেন । 

11:25 January 08

ওড়িশা : ধর্মঘটীরা জমায়েত করেছেন
  • কেরলের তিরুবনন্তপুরমে প্রতিবাদ মিছিল করছেন CITU-র কর্মীরা । 
  • ওড়িশায় কয়েকটি জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে । কিছুটা ব্যহত যানচলাচল । 

11:23 January 08

তিরুবনন্তপুরম : প্রতিবাদ মিছিল CITU-র
  • তামিলনাড়ুর চেন্নাইয়ে মাউন্ট রোডে রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ । 

09:49 January 08

তামিলনাড়ু : রাস্তা অবরোধ
  • ওড়িশাতেও বনধের প্রভাব । ভুবনেশ্বরে রাস্তা অবরোধ চলছে । 
  • হরিয়ানায় পরিবহন ব্যবস্থা অচল । ভিবানীতে মোতায়েন করা হয়েছে পুলিশ । রয়েছে কড়া পুলিশ নিরাপত্তা । 

09:22 January 08

হরিয়ানা : ভিবানীতে মোতায়েন করা হয়েছে পুলিশ
  • কর্নাটকের মাডিকেরিতে বিক্ষোভ দেখান ধর্মঘটীরা । বাস লক্ষ্য করে ছোড়া হয় পাথর । 

08:57 January 08

বনধের প্রভাব অসমেও
  • বনধের প্রভাব অসমেও । ধর্মঘটের সমর্থকরা রাস্তা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় । রাজ্যের কয়েকটি জায়াগায় চলছে রেল অবরোধ । 

08:32 January 08

কেরলের পলক্কড় জেলায় বনধের প্রভাব
  • পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় চলছে বিক্ষোভ । কলকাতায় মিছিল করছেন বাম-কংগ্রেস সমর্থকরা । হাওড়া-ব্যান্ডেল সহ কয়েকটি শাখায় রেল অবরোধ হয় । পূর্ব মেদিনীপুরের বেশকিছু জায়গায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ ।   

08:19 January 08

পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় চলছে বিক্ষোভ
  • কেরলের পলক্কড় জেলায় বনধের প্রভাব । সকাল থেকে বন্ধ দোকানপাট । KSRTC পরিষেবা বন্ধ । আপাতত বন্ধ যান চলাচল । 

07:54 January 08

মহারাষ্ট্রের বীঢ়ে গতরাত থেকেই হরতালের প্রভাব পড়েছে
  • মহারাষ্ট্রের বীঢ়ে গতরাত থেকেই হরতালের প্রভাব পড়েছে । কৃষক সংগঠন রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখায় । 

07:44 January 08

  • দেশের বিভিন্নপ্রান্তে রেল অবরোধের খবর পাওয়া গেছে 
  • বাতিল হরিদ্বার-কুম্ভ এক্সপ্রেস 

07:04 January 08

  •  ব্যাঙ্ক পরিষেবা ব্যহত । বনধে সমর্থন ইউনিয়নগুলির । যদিও SBI-র দাবি তাদের কাজকর্ম স্বাভাবিক থাকবে । 
  • প্রভাব পড়তে পারে পরিবহন ব্যবস্থায়
Last Updated : Jan 8, 2020, 6:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details