শ্রীনগর, 7 অক্টোবর: 370 ধারা প্রত্যাহারের পর থেকেই উপত্যকা ছিল থমথমে৷ নানা ইশুতে তৈরি হয়েছে বিতর্ক ৷ তবে পরিস্থিতি যে স্বাভাবিক হচ্ছে, মিলছিল তার আঁচ৷ দু'মাস পর ফারুক আবদুল্লা ও ওমর আবদুল্লাকে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের অনুমতি দেওয়া হয়েছে সম্প্রতি ৷ এরপরই এল সুসংবাদ ৷ প্রায় দু'মাস পর পর্যটকদের জন্য ফের অবারিত দ্বার হতে চলেছে জম্মু-কাশ্মীর ৷ বৃহস্পতিবার থেকে পর্যটকদের ফের স্বাগত জানাবেন ডাল লেকের হাউজ় বোটের মালিকরা৷
রাজ্যপাল সত্যপাল মালিক আজ জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বৈঠক করেন উপদেষ্টা এবং মুখ্য সচিবের সঙ্গে ৷ এরপরই নেওয়া হয়েছে সিদ্ধান্ত ৷ 29 সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছিল ব্লক উন্নয়ন কাউন্সিলের নির্বাচন হবে৷ জম্মু-কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা হারানোর পর 24 অক্টোবর রাজ্যে এই নির্বাচন হতে চলেছে৷ এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷