পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সিয়াচেনে চালু হচ্ছে পর্যটন - সিয়াচেন

সিয়াচেনে যেতে পারবেন পর্যটকরা । আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একথা জানান ।

রাজনাথ

By

Published : Oct 21, 2019, 5:10 PM IST

কাশ্মীর, 21 অক্টোবর : এবার থেকে সিয়াচেনে যেতে পারবেন পর্যটকরা । কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে । আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একথা জানান । মন্ত্রী বলেন, "সিয়াচেনের বেস ক্যাম্প থেকে কুমার পোস্ট পর্যন্ত এলাকায় এই পর্যটন ব্যবস্থা চালু হচ্ছে ।"

ভারতীয় সেনাবাহিনীর সিয়াচেন বেস ক্যাম্পটি জম্মু ও কাশ্মীরে । লাদাখের লে থেকে এই বেস ক্যাম্পে যেতে গাড়িতে 6 ঘণ্টা সময় লাগে । এখানে শীতকালে তাপমাত্রা মাইনাস 50 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় ।

চিন ও পাকিস্তান সংলগ্ন ভারতীয় সেনার সিয়াচেন বেস ক্যাম্প দেশের প্রতিরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিজয়া প্রকল্পে যাতায়াতের সুব্যবস্থার জন্য সম্প্রতি এই এলাকায় উন্নতমানের রাস্তা তৈরি করা হয়েছে । যার ফলে শ্রীনগর থেকে এই বেস ক্যাম্পে যাতায়াত অনেক সহজ হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details