পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @দুপুর 3টে

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top
top

By

Published : Aug 9, 2020, 3:02 PM IST

1) লক্ষ্য আত্মনির্ভরতা, 101 প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা রাজনাথের

প্রতিরক্ষামন্ত্রকের তরফেও আত্মনির্ভর ভারত লক্ষ্যেই জোর দেওয়া হচ্ছে । 101টি প্রতিরক্ষা সামগ্রী আমদানিতে জারি নিষেধাজ্ঞা ।

2) অন্ধ্রপ্রদেশে কোরোনা চিকিৎসাকেন্দ্রে আগুন, মৃত 10

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কোরোনা চিকিৎসাকেন্দ্রে আগুন লেগে 10 জনের মৃ্ত্যু। আজ সকালে ঘটনাটি ঘটে ৷ আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা রোগীরা ৷

3) কোরোনা-মুক্ত শাহ ? টুইট ঘিরে জল্পনা

প্রথমে সাংসদ মনোজ তিওয়ারি টুইট করে জানান, কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর । কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সরকারি বিবৃতিতে জানানো হয়, শাহর দ্বিতীয় দফায় COVID-19 পরীক্ষাই হয়নি ।

4) সাড়ে 8 কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 17100 কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী

2018 ডিসেম্বর থেকে 2019 এর নভেম্বরের মধ্যে প্রায় নয় কোটির বেশি কৃষক এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেন । এর মধ্যে 7.62 কোটি বা 88 শতাংশ কৃষক প্রথম কিস্তি পেয়েছেন ।

5) বিজয়ওয়াড়ার ঘটনায় টুইটারে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের

টুইট করে শোকপ্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও । কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে সবরকম সাহায্য়ের আশ্বাস দিয়েছেন তিনি ।

6) 24 ঘণ্টায় রেকর্ড সংক্রমণ দেশে, বাড়ছে সুস্থতার হারও

প্রায় প্রতিদিনই দেশে রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে । 24 ঘণ্টায় দেশে কোরোনায় সংক্রমিত হয়েছেন 64 হাজার 399 জন । একদিনের নিরিখে সর্বোচ্চ ।

7) কোরোনা আতঙ্ক, বন্ধুর বাবার শেষকৃত্যে যোগ দিয়ে জঙ্গলে ঠাঁই চার যুবকের !

মৃতদেহ দাহ করতে গিয়ে কাউকে পাননি পরিবারের সদস্যরা ৷ বাধ্য হয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন চার যুবক ৷ কিন্তু, কোরোনা আতঙ্কে এলাকাবাসী ওই চারজনকে তাঁদের গ্রামে ঢুকতে বাধা দেয় ৷ বর্তমানে একটানা 11 দিন ধরে জঙ্গলে দিন কাটাচ্ছেন তাঁরা ৷

8) কোরোনায় আক্রান্ত শিলিগুড়ির পুলিশ কমিশনার

কোরোনায় আক্রান্ত শিলিগুড়ি পুলিশ কমিশনার অর্থব ত্রিপুরারি ৷ বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছে ৷

9) "ভালো আছি, শীঘ্রই বাড়ি ফিরব", হাসপাতাল থেকে টুইট সঞ্জয়ের

টুইট করে সঞ্জয় লেখেন, "আমি আগের থেকে ভালো আছি । চিকিৎসকদের পর্যবেক্ষণে আছি, আমার কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । হাসপাতালের নার্স, চিকিৎসক ও কর্মীরা যেভাবে সাহায্য ও দেখভাল করছেন তাতে হয়তো দু এক দিনের মধ্যেই বাড়ি ফিরব ।"

10) ব্যাটিং ধস সামলে ম্যাঞ্চেস্টার টেস্ট জয় ইংল্যান্ডের

লাঞ্চের আগে পর্যন্ত 55 রানে মাত্র এক উইকেট হারায় ব্রিটিশরা ৷ কিন্তু ফের দুরন্ত বোলিং ইয়াসির শাহের ৷ ব্যাট হাতে লড়াই করার মতো জায়গায় পৌঁছেছিলেন দলকে ৷ পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে করেছিলেন সর্বাধিক 33 রান ৷ বল হাতেও তুলে নেন 4টি উইকেট ৷

ABOUT THE AUTHOR

...view details