পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 7, 2020, 7:11 PM IST

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP 7 PM
টপ নিউজ় @ সন্ধে 7 টা

1. উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মী, ধস্তাধস্তিতে অসুস্থ শতাধিক

বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ি । কাঁদানে গ্যাসের শেলে অসুস্থ হয়ে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর। নাম উলেন রায়। যদিও পুলিশের লাঠিতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে পুলিশ-বিজেপি কর্মীদের ধস্তাধস্তাতি উভয়পক্ষের শতাধিক আহত হয়েছেন বলে খবর।

2. নন্দীগ্রামের কায়দায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা : দিলীপ ঘোষ

নন্দীগ্রামের কায়দায় পুলিশের সঙ্গে মিশে বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা ৷ উত্তরকন্যা অভিযান ইশুতে তৃণমূলকে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ৷ আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, " আমাদের কর্মীদের গায়ে গুলি, লাঠি-চোটের দাগ রয়েছে ৷ পুলিশ ও দুষ্কৃতীরা মিলিতভাবে আক্রমণ করেছে ৷ পুলিশকে এর জবাব দিতে হবে ৷ আমাদের একজন কর্মীর মৃত্যু হয়েছে ৷ মহিলা কর্মীরাও গুরুতর আহত হয়েছেন ৷ সরকারের এই নৃশংস ব্যবহার ৷ গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশ শান্তিপূর্ণভাবে আটকাতে পারছে না ৷ পুলিশ বলেছে, ব্যারিকেড খুলতে, এরপর গুলি চালিয়েছে ৷ পুলিশের পোশাক পরা দুষ্কৃতীরা ছিল ৷ নন্দীগ্রামের মতো তারাই আমাদের গুলি চালিয়েছে ৷ "

3. রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি বিজেপির

"যেভাবে শান্তিপূর্ণ অভিযানে হামলা চালিয়েছে পুলিশ, তা নিঃসন্দেহে গণতন্ত্রের হত্যা । বোমাবাজির ভিডিয়ো আমাদের কাছে আছে । যেভাবে অরাজকতা চলছে পশ্চিমবঙ্গে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত ।" বিজেপির উত্তরকন্যা অভিযানে এক বিজেপি কর্মীর মৃত্যুতে এই প্রতিক্রিয়া দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ।

4. পুলিশের লাঠির ঘায়ে মৃত্যু বিজেপি কর্মীর,অভিযোগ দিলীপ ঘোষের

বিজেপির উত্তরকন্যা অভিযান : পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় বিক্ষোভকারীরা ৷

5. সাইবার অপরাধ : মুখোমুখি কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা

প্রতিদিন বাড়ছে সাইবার অপরাধের ঘটনা । নানাভাবে সক্রিয় রয়েছে সাইবার অপরাধীরা । আমাদের দেশে কী ধরনের সাইবার অপরাধ আষ্টেপৃষ্ঠে চেপে ধরেছে জনগণকে ? কীভাবে ব্যাঙ্ক জালিয়াতির হাত থেকে বাঁচবেন ? সাইবার অপরাধীদের নিজের থেকে দূরে রাখবেন কীভাবে ? এই সব নিয়ে ইটিভি ভারতের মুখোমুখি হলেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা ।

6. এড়ালেন শুভেন্দু-প্রসঙ্গ, মেদিনীপুরের সভায় ছত্রধরের প্রশংসা মমতার

তৃণমূলের সঙ্গে শুভেন্দুর দূরত্ব এতটাই বেড়েছে যে কয়েকদিন আগে কলকাতায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, সৌগত রায় এবং প্রশান্ত কিশোরের বৈঠকের পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ৷ তারপর মেদিনীপুরে শুভেন্দুর গড়ে সভা করতে এসে তৃণমূল নেত্রী কিছু বার্তা দেবেন বলে মনে করা হয়েছিল ৷ তবে, শুভেন্দু অধিকারী প্রসঙ্গের ধারেকাছেও গেলেন না তিনি ৷

7. প্রয়াত বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি, বাড়িতে মমতা

প্রয়াত মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি ৷ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি ছিলেন ৷ আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মেদিনীপুরে সভা শেষ করে প্রয়াত বিধায়কের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

8. বনধকে নৈতিক সমর্থন, কৃষকদের পাশে থাকার বার্তা মমতার

কৃষক আন্দোলনের পাশে আছি, থাকব । বনধকে নৈতিক সমর্থন করছি। মেদিনীপুর কলেজ মাঠে জনসভার মঞ্চ থেকে জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শুরুতেই তাঁর বার্তা, তৃণমূল অতীতকে ভোলে না ৷ নবান্নের ধান ছুঁয়ে মমতার শপথ, ‘‘নন্দীগ্রাম-সিঙ্গুর-নেতাইয়ের কথা আমি ভুলিনি ৷’’

9. ফুলবাড়িতে বিজেপি সমর্থকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস-রাবার বুলেট পুলিশের

যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার ফুলবাড়ি মোড় । ফুলবাড়ি বাজারে আটকে দেওয়া হল মিছিল ৷ পালটা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি ৷ ব্যারিকেড ভাঙেন মালতি রাভা (কোচবিহার বিজেপি জেলা সভানেত্রী) ৷ বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ রাবার বুলেটের ব্যবহার করে বলে অভিযোগ, জলকামানও ব্যবহার করা হয়। রাবার বুলেটে জখম অনেকে। পালটা বিজেপির ঢিলে পিছু হটে পুলিশ।

10. নবান্নের সামনে রাজীব, মেদিনীপুরে মমতার পোস্টারের সামনে শুভেন্দুর, শুরু নতুন জল্পনা

আজ মেদিনীপুরের কলেজ মাঠে জনসভা করবেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আর তার আগে, প্রকাশ্য়ে মেদিনীপুরে মমতা বনাম শুভেন্দু ‘পোস্টার দ্বৈরথ’ ৷ মুখ্য়মন্ত্রীর সভার প্রচারে লাগানো পোস্টারের সামনেই এবার দেখা গেল শুভেন্দু অধিকারীর পোস্টার ৷ সেখানে লেখা ‘আমরা দাদার অনুগামী’ ৷

ABOUT THE AUTHOR

...view details