1. আজই রাজ্যে ঢুকছে বর্ষা, জলমগ্ন কলকাতার একাধিক এলাকা
দোরগোড়ায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু । আর কয়েকঘণ্টার মধ্যেই রাজ্যে প্রবেশ করবে । এর জেরে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের একাধিক জেলায় । বর্জ্যবিদ্যুৎসহ বৃষ্টি চলছে কলকাতায় । জলমগ্ন একাধিক এলাকা ।
2.দেশে একদিনেই কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 10 হাজার
দিনে 8 হাজার, 9 হাজার, সাড়ে 9 হাজারের মধ্যে ঘোরাফেরা করছিল কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ এবার সেই সংখ্যা পেরিয়ে গেল 10 হাজার ৷ গতকাল দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 10 হাজার 995 জন ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে তরফে আজ এই তথ্য জানানো হয় ৷
3. প্রয়াত বিধায়ক অবনীমোহন জোয়ারদার
অসুস্থ ছিলেন বেশ কয়েকবছর ধরে । আজ ভোর 4 টে নাগাদ সল্টলেকের বাড়িতে মৃত্যু হয় প্রাক্তন কারা মন্ত্রী অবনীমোহন জোয়ারদারের ।
4.কলুটোলায় ব্যাগের গোডাউনে আগুন, পরে নিয়ন্ত্রণে
কলুটোলা এলাকার একটি বহুতলে আগুন । বহুতলটির ব্যাগের গোডাউনে আগুন লাগে বলে জানা গেছে । দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ।
5. 6 মাসের মধ্যে সমস্ত পঞ্চায়েত দখল করব : জ্যোতিপ্রিয় মল্লিক
পঞ্চায়েত ভোটে 15 টি আসন পেয়ে বাগদার সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েত দখল করেছিল BJP । সেখানে তৃণমূলের আসন ছিল 11 টি । দু'দিন ধরে ওই পঞ্চায়েতের তিনজন BJP সদস্য তৃণমূলে যোগ দেয় । ফলে সংখ্যা গরিষ্ঠতার হিসেবে ওই পঞ্চায়েতের দখল নেওয়ার পর ছয় মাসের মধ্যে সব পঞ্চায়েত দখল করার হুঁশিয়ারি দেন জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ।