পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - ভারতে কোরোনা ভাইরাসের খবর

এই মুহূর্তের বাছাই করা খবরগুলি একনজরে ।

দিনের সেরা খবর
দিনের সেরা খবর

By

Published : Jun 10, 2020, 9:02 PM IST

1. নীরব মোদি এবং চোক্সীর থেকে 1350 কোটির হিরে-মুক্তো ফেরাল ED

নীরব মোদি এবং মেহুল চোক্সীর থেকে 1,350 কোটির হিরে এবং মুক্তো ফেরাল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED) । হংকং প্রশাসনের সঙ্গে সমস্ত রকম আইনি কার্যকলাপ সম্পূর্ণ করা হয়েছে । PMLA –র আওতায় হিরে এবং মুক্তো বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ED ।

2."আমি বলিনি, মানুষ বলেছে কোরোনা এক্সপ্রেস" ; জবাব মমতার

অমিত শাহর মন্তব্যের পালটা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ তিনি জানান, তিনি কোরোনা এক্সপ্রেস বলেননি । সাধারণ মানুষ কোরোনা এক্সপ্রেস বলছে । সেকথাই বলার চেষ্টা করেছিলেন তিনি ।

3. আগামীকাল থেকে টলিউডে শুরু হচ্ছে শুটিং

অবশেষে কাটল জট । আগামীকাল থেকে টালিগঞ্জে শুরু হবে শুটিং । মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে আর্টিস্ট ফোরাম, প্রডিউসারস গিল্ড, ফেডারেশন ও চ্যানেল সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে আজ একটি বৈঠক হয় । সেখানেই আগামীকাল থেকে শুটিং শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় ।

4. বাসন্তীতে খুন তৃণমূল কর্মী, অভিযুক্ত যুব তৃণমূল

বাসন্তীতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর । অভিযোগ, যুব তৃণমূলের কর্মীরা গুলি করে খুন করে ওই তৃণমূল কর্মীকে । মৃত তৃণমূল কর্মীর নাম আমির আলি সর্দার (60) । বাসন্তীর ফুলমালঞ্চ এলাকার ঘটনা ।

5. বাঘজনের দুর্ঘটনায় অসমকে সবরকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

অসমের তিনসুকিয়া জেলার বাঘজনে অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসের কুয়োতে আগুন লাগার ঘটনায় সেরাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দুর্ঘটনা মোকাবিলায় অসমকে সবরকমভাবে সাহায্য করার আশ্বাস দেন তিনি ।

6. প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে 10 হাজার সেনা প্রত্যাহার করুক চিন, চায় ভারত

প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে মোতায়েন করা 10 হাজার সেনা সরিয়ে নিক চিন ৷ তাহলেই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে মনে করছে ভারত ৷

7. অসমে পাঠানো যাচ্ছে না ফুল, উদ্বেগে কোচবিহারের ফুলচাষিরা

অন্য বছরের মতো এবছরও কোচবিহারের ফুলচাষিরা মাথার ঘাম পায়ে ফেলে ভালো ফলনের, ভালো মুনাফার মুখ দেখতে চেয়েছিল ৷ কে না চায়? বিশাল খরচ ও কঠিন পরিশ্রমে ফুল হয়েওছিল সেইমতো ৷ কিন্তু লাভের গুড়ে বালি ৷ লকডাউনের জেরে সমস্ত অনুষ্ঠান বন্ধ থাকায় স্থানীয় বাজারে নেই চাহিদা ৷

8. কলকাতা পৌরনিগমের কর্মীদের জন্য চালু বিশেষ বাস পরিষেবা

দপ্তরে আসতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল । তাই পৌরনিগমের কর্মীদের জন্য বিশেষ বাস পরিষেবা চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল । সেই মতোই আজ বিশেষ বাসে কলকাতা পৌরনিগমের দপ্তরে পৌঁছাল কর্মীরা ।

9. বর্ণবৈষম্য ইশু : ড্যারেন সামির পাশেই গেইল

বর্ণবৈষম্য ইশুতে সতীর্থ ড্যারেন সামির পাশে দাঁড়ালেন বিধ্বংসী ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল । বললেন, সঠিক কারণের জন্য গর্জে ওঠার কোনও সময় হয় না।

10. পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠাতে বিমানের ব্যবস্থা অমিতাভের

অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাজেশ যাদব জানান, মুম্বইতে আটকে রয়েছেন উত্তরপ্রদেশের একাধিক পরিযায়ী শ্রমিক । আর তাঁদের বাড়ি পাঠাতে 6টি বিশেষ বিমানের ব্যবস্থা করেন বিগ বি । ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পৌঁছে গিয়েছে দুটি বিমান । এরপর আজ বেলা সাড়ে 12টার সময় মুম্বই থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে উত্তরপ্রদেশ উড়ে যায় তৃতীয় বিমানও ।

ABOUT THE AUTHOR

...view details