1. বাসন্তীতে খুন তৃণমূল কর্মী, অভিযুক্ত যুব তৃণমূল
বাসন্তীতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর । অভিযোগ, যুব তৃণমূলের কর্মীরা গুলি করে খুন করে ওই তৃণমূল কর্মীকে । মৃত তৃণমূল কর্মীর নাম আমির আলি সর্দার (60) । বাসন্তীর ফুলমালঞ্চ এলাকার ঘটনা ।
2.সিদ্ধান্ত বদল, হাসপাতালে আসন সংরক্ষণ নিয়ে কেন্দ্রের প্রস্তাব মানলেন কেজরি
দিল্লিবাসীর জন্য হাসপাতালে বেড সংরক্ষণের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন উপ-রাজ্যপাল অনিল বৈজল । আজ কেজরিওয়াল জানান, সেই আদেশ মেনে চলা হবে ।
3. 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত 9985
দেশে একদিনের নিরিখে কমেছে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা । 24 ঘণ্টায় কোরোনায় সংক্রমিত 9987 জন । মারা গেছেন 279 জন । যা গতকালের তুলনায় কম ।
4. প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে 10 হাজার সেনা প্রত্যাহার করুক চিন, চায় ভারত
প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে মোতায়েন করা 10 হাজার সেনা সরিয়ে নিক চিন ৷ তাহলেই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে মনে করছে ভারত ৷
5.অকলান্ড রোডে একটি বাড়িতে আগুন, পরে নিয়ন্ত্রণে
আগুন লাগল অকল্যান্ড রোডের একটি বাড়িতে । তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। পরে তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির মধ্যে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে ।
6.কোরোনা প্যানডেমিকে শিশুদের স্বাস্থ্য সচেতন করতে হবে অভিভাবকদের: UNICEF
বিশ্বে কোরোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে । এর মধ্যে শিশুদের নিয়ে যথেষ্ট চিন্তিত অভিভাবকরা । কীভাবে তাঁরা তাঁদের শিশুদের যত্ন নেবেন, সেই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করল UNICEF ।
7.সকাল থেকে হালকা-মাঝারি বৃষ্টি শহরজুড়ে
আগামী 48 ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এদিকে, আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা রয়েছে ৷ মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ৷
8. নতুন গাড়ির জন্য দীর্ঘমেয়াদী তৃতীয় পক্ষের বিমা প্রত্যাহার IRDAI-র
নতুন গাড়ি কেনার জন্য সুখবর। এবার থেকে আর দিতে হবে না দীর্ঘমেয়াদী তৃতীয় পক্ষের বিমা। এই বিমা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে IRDAI ।
9. ডোপিংয়ের অভিযোগ থেকে মুক্ত চানু
চানুর দাবি, IWF টোকিয়ো অলিম্পিকে তাঁর যোগ্যতা অর্জন করার সুযোগ ছিনিয়ে নিয়েছে । এছাড়া তাঁকে মানসিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। এবং এই সবকিছুর ক্ষতিপূরণ IWF কে দিতে হবে ।
10. পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠাতে বিমানের ব্যবস্থা অমিতাভের
অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাজেশ যাদব জানান, মুম্বইতে আটকে রয়েছেন উত্তরপ্রদেশের একাধিক পরিযায়ী শ্রমিক । আর তাঁদের বাড়ি পাঠাতে 6টি বিশেষ বিমানের ব্যবস্থা করেন বিগ বি । ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পৌঁছে গিয়েছে দুটি বিমান । এরপর আজ বেলা সাড়ে 12টার সময় মুম্বই থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে উত্তরপ্রদেশ উড়ে যায় তৃতীয় বিমানও ।