পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধ্যা 7 টা - ভারতে কোরোনা ভাইরাসের খবর

এই মুহূর্তের বাছাই করা দশটি খবর একনজরে ।

দিনের সেরা খবর
দিনের সেরা খবর

By

Published : Jun 8, 2020, 7:02 PM IST

1. বাংলায় লকডাউন বেড়ে 30 জুন : মুখ্যমন্ত্রী

ধর্মীয়স্থান, বিয়েবাড়ি, অনুষ্ঠানবাড়ির ক্ষেত্রে আগে এক সঙ্গে 10 জনের প্রবেশের অনুমতি ছিল ৷ এখন তা বাড়িয়ে 25 জন একসঙ্গে প্রবেশ করতে পারবেন ৷ নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী ৷

2.শুটিং শুরুর অনুমতি তেলাঙ্গানা সরকারের

তেলাঙ্গানায় আজ থেকে সিনেমা ও টেলিভিশনের শুটিংয়ের কাজ শুরু হল ৷ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই অনুমতি দিলেন ৷

3.দু'সপ্তাহ সম্পূর্ণ লকডাউন মিজ়োরামে

আগামী দুই সপ্তাহ সম্পূর্ণ লকডাউন মিজ়োরামে । গোটা দেশ এখন লকডাউন শিথিলের পথে হাঁটছে । ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে স্বাভাবিক জনজীবন । আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের হারও । এই পরিস্থিতিতে আগামী দুই সপ্তাহ সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল মিজ়োরাম ।

4.লেকটাউনে সব্যসাচী দত্তকে ঘিরে বিক্ষোভ, হামলা ; অভিযুক্ত তৃণমূল

লেকটাউনে এক নিগৃহীত কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত BJP-র রাজ্য সম্পাদক তথা নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত ৷ দমকলমন্ত্রী সুজিত বসুর অনুগামীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ৷

5.আড়াই মাস পর আবার পর্যটকদের আশায় মাইথন

জলাধারের নীল জল । পাশেই সবুজ পাহাড় । আর জলাধারের মাঝে ছোটো ছোটো দ্বীপ । সবমিলিয়ে প্রকৃতির এক অদ্ভুত মিশেল ।

6. ডানকুনি থেকে গ্রেপ্তার জামাত-উল-মুজাহিদিনের শীর্ষ জঙ্গি

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পরল জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার অন্যতম শীর্ষ জঙ্গি । ডানকুনি থেকে ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর ।

7.জ্বর, গলা ব্যথা কেজরিওয়ালের; করা হবে কোরোনা পরীক্ষা

কোরোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। তিনি জ্বর ও গলা ব্যথা নিয়ে ভুগছেন বলে জানা গিয়েছে। তিনি কোরোনা সংক্রমিত কি না, তা জানতে পরীক্ষা করা হবে ।

8.আমফানে নোনা জলের তলায় জমি, 5 বছর হবে না চাষ; আশঙ্কায় চাষিরা

মাতলা নদীর বাঁধ ভেঙে মৌখালি গ্রামের প্রায় পাঁচ হাজার বিঘা জমি জলের তলায় ৷ কয়েকশো কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন ৷ আগামী চার-পাঁচ বছর এই জমিতে কোনও ফসল উৎপাদন হবে না বলেও রয়েছে আশঙ্কা ৷

9.লকডাউনে অনুরাগীদের ফিটনেস মন্ত্র সচিনের

বাড়িতে বসে কীভাবে ফিট থাকবেন সেই উপায় বাতলে দিলেন সচিন তেন্ডুলকর ৷ ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে মাস্টার ব্লাস্টারকে স্কিপিং করতে দেখা গেছে ৷ সঙ্গে তাঁর বার্তা, "এই লকডাউন সবার জন্য কঠিন ৷ কিন্তু আমরা হার মানব না ৷ আসুন এভাবে নিজেদের ফিট ও সুস্থ রাখি ৷"

10. শুটিং শুরু হচ্ছে সিনেমা-সিরিজ়ের...কী প্রতিক্রিয়া পরিচালকদের ?

10 জুন থেকে শুরু হচ্ছে সিনেমা ও ওয়েব সিরিজ়ের শুটিং । সেটে 35জনকে নিয়ে, 10 বছরের নিচের বাচ্চাদের বাদ দিয়ে, সরকার প্রণীত স্বাস্থ্য-সুরক্ষা বিধিনিষেধ মেনে করতে হবে শুটিং । সিনিয়াররা আসবেন নিজেদের দায়িত্বে ।

ABOUT THE AUTHOR

...view details